রূপালি গঙ্গোপাধ্যায়। তামাম সিনে প্রেমী যাকে চেনে অনুপমা বলে। বাংলা ধারবাহিক শ্রীময়ীরই হিন্দি অনুকরণ অনুপমা। সুপারহিট…ওই ধারাবাহিক দিয়েই কামব্যাক হয়েছিল তাঁর। বিয়ে, মাতৃত্ব থেকে সাত বছরের ব্রেকের পর আবার কাজে ফিরেছিলেন রূপালি। সে সময় স্বামী ছিলেন ঢাল হয়ে। নিজের কাজে স্ত্রী যখন বাইরে নিজে কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে ছিলেন ছেলের পাশে, শেয়ার করেছেন খোদ রূপালিই।
তাঁর কথায়, “মা হওয়ার খবর শোনা মাত্রই আমি ধারাবাহিক ছেড়ে দিই। ঘর সংসার আর ছেলে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সাত বছর পর আমার কাছে যখন অনুপমার প্রস্তাব আসে আমার ভেতরের অভিনেতা নিজেকে সামলাতে পারেনি।” এরপরেই স্বামীর সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন , “তোমার অবশ্যই এই কাজটা নেওয়া উচিত। যাও আমায় গর্বিত কর।” রূপালি যোগ করেন, তিনি কাজে যোগ দেওয়ায় ছেলের কাছে কে থাকবে এই ভেবে তাঁর স্বামী নিজের কাজ থেকে সাময়িক অব্যাহতি নিয়ে নেন। তাঁর কথায়, “ও আমায় পাখা মেলার সুযোগ দিয়েছে। ও না থাকলে আবারও সব কিছু শুরু করা কিছুতেই সম্ভব হত না।”
২০১৩-এ অশ্বিনকে বিয়ে করেন রূপালি। ২০১৫-এ তাঁদের একমাত্র সন্তান রুদ্রাংশের জন্ম হয়। স্বামী-সন্তান আর কাজের মধ্যে ব্যালেন্স করে তাঁর সুখের সংসার। সাপোর্ট করার জন্য অশ্বিন তো রয়েছেনই।
আরও পড়ুন- তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই যে কী জিনিস সেটা ভোগ করছি: কাঞ্চন মল্লিক