New Bengali Serial: মোটা মেয়ে সোহাগ, তার গল্প বলতে আসছেন অন্বেষা, কে এই অন্বেষা?
Anwesha Chakraborty: 'সোহাগ চাঁদ' মেগা ধারাবাহিকে সোহাগের গল্প শোনাতে আসছেন অন্বেষা চক্রবর্তী।
ভূমি পেডনেকর অভিনীত ‘দম লাগা কে হইসা’ হোক কিংবা সোনাক্ষী সিনহা, হুমা খুরেশি অভিনীত নতুন ছবি ‘ডবল এক্সেল’- মেয়েদের প্লাস সাইজ প্রসঙ্গে তৈরি হয়েছে সিনেমা। মেয়েদের শরীরে মাপ কী হবে, তা কখন যেন পুরুষরা ঠিক করে নিয়েছেন। আর সেই মাপেই একটি মেয়েকে নিজেকে গড়তে হবে। নইলে বিয়ের আসরে তিনি বাতিলের দলে। কিন্তু কোনও পুরুষের শরীরে মাপ কখনও জিজ্ঞাসা করা হয় না। কথায় বলে সোনার আংটির আবার….। আজও পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে মেয়েকে সুন্দরী, গৃহকর্মে নিপুণা….ইত্যাদি কত গুণের অধিকারী হতে হবে। পাত্র ক্ষেত্রে এই সব বলা যাবে না। আর পাত্র যদি সরকারি চাকুরে হয়, তাহলে তো কথাই নেই। রূপ দেখার সময় নেই। পাত্রের পরিবারের পাশাপাশি পাত্রীর পরিবারও এমন সুযোগ্য ছেলে পেয়ে ধন্য। তা সে দেখতে যেমনই হোক না কেন।
এই নিয়ে বিবাদ বহুদিনের। সময়ের সঙ্গে এখন পরিস্থিতি অনেকটা বদল হলেও, মোটা পাত্রীর ভাগ্য আজও মন্দ। মেয়ের মন নয়, বাইরের রূপটাই বিয়ের কনের জন্য মাপকাঠি হয়। শুধু দেখা শোনার বিয়ে কেন, প্রেম করার সময়ও কি রোগা-মোটা দেখা হয় না। হয়। ছেলেরা বলতেই পারে মেয়েরাও তো দেখে। হ্যাঁ, এখন দেখে। আমি যেমন, সেই রূপে যদি পছন্দ হয় তবে হবে, নচেৎ রাস্তা দেখতে পারো। তবে এটা শহুরে সংস্কৃতির বাইরে মফস্বল বা গ্রামে কী হচ্ছে, কটা মানুষ তার খোঁজ রাখে!
সোহাগ বিয়ের যোগ্য মেয়ে। তবে ৩৭ জন পাত্র নাকচ করেছে তাকে। কারণ তিনি মোটা। বিয়ের পাত্রী হিসেবে একেবারেই চলবে না। তবে এই নিয়ে তার কোনও আপসোশ নেই। সোহাগও আর পাঁচটি মোটা মেয়ের মতো প্রশ্ন তুলেছে রূপটাই কি সব? ভিতরের মানুষটিকে দেখার চোখ কি কারও নেই? আজ সে স্বপ্ন দেখে তাঁর স্বপ্নের রাজপুত্তর তাঁর বাইরের রূপে নয়, ভিতরের মানুষটিকে খুঁজে নেবে! সত্যি কি সোহাগে স্বপ্ন পূরণ হবে? তেমন কোনও মানুষকে কি খুঁজে পাবে সে জীবনে? ‘সোহাগ চাঁদ’ মেগা ধারাবাহিকে সোহাগের গল্প শোনাতে আসছেন অন্বেষা চক্রবর্তী। কালার্স বাংলা চ্যানেলে শুরু হবে নতুন এই ধারাবাহিক। অসমবয়সি প্রেম থেকে মোটা মেয়ের গল্প, এমন নানা ধরনের নতুন নতুন ভাবনা নিয়ে চ্যানেল করছে ধারাবাহিক।
অন্বেষা নিজেও প্লাস সাইজ। ২০১৯ সালে মিস প্লাস সাইজ বিউটি পেজেন্ট জিতে ছিলেন অন্বেষা। তিনি নিজের চেহারা নিয়ে কখনই কুণ্ঠিত নন। বরং নিজের মতো আরও পাঁচটি মোটা মেয়ের অনুপ্রেরণা। এবার তিনি সোহাগ হয়ে আসছেন নিজের গল্প শোনাতে।