‘যেখানেই থাকবে আমার স্যর থাকবে…’, পীযূষকে মনে পড়ছে অপরাজিতার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 23, 2021 | 11:49 PM

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পীযূষ গঙ্গোপাধ্যায়। সাঁতরাগাছির কাছে বাসের সঙ্গে ধাক্কায় এক অনুষ্ঠান থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছিল। হাসপাতালে বেশ কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রয়াত হয়েছিলেন তিনি

যেখানেই থাকবে আমার স্যর থাকবে..., পীযূষকে মনে পড়ছে অপরাজিতার
স্যর ও পারি

Follow Us

এক আকস্মিক মৃত্যু ইন্ডাস্ট্রিকে পাথর করে দিয়েছিল হঠাৎই। ছয় বছর আগে প্রয়াত হয়েছিলেন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। ছয় বছর পর পীযূষকেই বড় মনে পড়ছে সহ অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। তাঁর সোশ্যাল মিডিয়া আজ স্মৃতিমেদুর। অপরাজিতাও ডুব দিলেন অতীতে।

জল নুপূর ধারাবাহিকের পীযূষের বিপরীতে অভিনয় করেছিলেন অপরাজিতা। ওই ধারাবাহিকে পীযূষ ছিলেন তাঁর গানের শিক্ষক। আর অপরাজিতা ছিলেন ছাত্রী। ধারাবাহিকের তাঁর চরিত্রটি একজন বিশেষ ভাবে সক্ষম মধ্যবয়সী মহিলার ছিল। সমাজের প্রতি পদে যে ছিল উপেক্ষিত, অবহেলিত। তাঁর একমাত্র ভালবাসার-ভাল থাকার মানুষ ছিলেন ‘স্যর’ ওরফে পীযূষ গঙ্গোপাধ্যায়। অপরাজিতার চরিত্রের নাম ছিল পারি, সমাজ তাঁকে চিনত ‘পারি পাগলি’ হিসেবে।

ধারাবাহিকের দেখানো হয়েছিল পারিকে বিয়ে করেন পীযূষ। সেই বিয়েরই এক দৃশ্য এত বছর পর শেয়ার করেছেন অপরাজিতা। তিনি লিখেছেন, “স্যর তুমি যেখানেই থাকো আমার স্যর থাকবে সবসময়। তোমার মত অভিনেতা এই ইন্ডাস্ট্রি আর পাবে না তুমি নিজেই একটা অভিনয় প্রতিষ্ঠান।” এ কথা যে সত্য তা এক কথায় মেনে নিয়েছেন নেটিজেন। আজও, এত বছর পরেও পীযূষকে কতটা মিস করেন তাঁরা সে আক্ষেপই ঝরে পড়েছে অভিনেত্রীর মন্তব্য-বক্সে।


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পীযূষ গঙ্গোপাধ্যায়। সাঁতরাগাছির কাছে বাসের সঙ্গে ধাক্কায় এক অনুষ্ঠান থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছিল। হাসপাতালে বেশ কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রয়াত হয়েছিলেন তিনি। বয়স হয়েছিল পঞ্চাশ। ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিলেন শোকের ছায়া। সেই শোক আজও ভুলতে পারেননি অপরাজিতা আঢ্য।

একদিকে যেমন স্যরের স্মৃতিতে মেদুর অপরাজিতা ঠিক তেমনি এই মাস তাঁর কাছে স্পেশ্যালও। অগস্টের প্রথম সপ্তাহেই ছিল তাঁর বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। স্বামী অতনুর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছিলেন, “‘২৪ বছর কেটে গিয়েছে। কিন্তু আমার এখনও মনে হয় মাত্র ২৪দিন। আমাকে এত বছর ধরে বোঝার জন্য, বিশ্বাস করার জন্য ধন্যবাদ। প্রার্থনা করি যেন এ ভাবেই এগিয়ে যেতে পারি। ভালবাসি টাটু। শুভ বিবাহবার্ষিকী।’অগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তাঁর। কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন। শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে রাখেন।

মাস খানেক আগেই শ্বশুরমশাই প্রয়াত হয়েছেন তাঁর। টিভিনাইন বাংলাকে ওপ্রাজিতা জানিয়েছিলেন, শৌচাগারে মাথা ঘুরে যায় তাঁর শ্বশুরমশাইয়ের। সেখান থেকেই আঘাত লাগে মাথায়। চিকিৎসাও হয়েছিল। কিন্তু ভেতর ভেতর ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। মস্তিষ্কের হ্যামারেজের ফলেই প্রয়াত হন তিনি। অভিনেত্রী শেয়ার করেছিলেন ছোটবেলার বাবাকে হারানো অপরাজিতার জীবনে শ্বশুরমশাই কীভাবে হয়ে উঠেছিলেন বাবার চেয়েও বেশি। এ বার অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনীত দৃশ্য শেয়ার করে আরও একবার অতীতে ফিরে গেলেন তিনি। জানিয়ে দিলেন শিল্পী হিসেবে তাঁর মনে আজও কতটা বিরাজ করেন পীযূষ।

Next Article