অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, বয়স হয়েছিল মাত্র ২৪
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে এক ফটোগ্রাফারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন ওই অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ওই ফটোগ্রাফার তাঁকে ব্ল্যাকমেল করে শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিচ্ছে। তাঁর মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়া পুলিশ।
ফের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খারাপ খবর। গোয়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক রাশিয়ান মডেল তথা অভিনেত্রীর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, ওই মডেলের নাম অ্যালেকজান্দ্রা জাভি। তাঁর বয়স হয়েছিল ২৪ বছর। তামিল ছবি কাঞ্চনা ৩-এ অভিনয় করেছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, বয়ফ্রেন্ডের সঙ্গে গোয়ার একটি বাড়িতে থাকতেন অ্যালেকজান্দ্রা। যদিও সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়। গত ১৮ অগস্ট তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন অভিনেত্রী। যদিও ময়নাতদন্তের রিপোর্টের পরেই তা নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছে গোয়া পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, অ্যালেকজান্দ্রা মানসিক ভাবে বিপর্যন্ত ছিলেন এবং চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছিলেন। অ্যালেকজান্দ্রা রাশিয়ান নাগরিক, তাই ইতিমধ্যেই রুশ উপ দূতাবাসের সঙ্গেও পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে। অন্যদিকে রুশ দূতাবাসের তরফেও প্রয়াত অভিনেত্রীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাঁদের অনুমতি সাপেক্ষেই ময়নাতদন্তের প্রক্রিয়া চালানো সম্ভব হবে বলে জানা গিয়েছে। মাত্র ২৪-এই ওই অভিনেত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তাঁর প্রাক্তন প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Let everyone have the same right to love & to marry any soul they love not depending on gender. It’s already 2020 #YesHomoVivah
— ALLY RI DJAVI (@LXRIDJAVI) September 14, 2020
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে এক ফটোগ্রাফারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন ওই অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, ওই ফটোগ্রাফার তাঁকে ব্ল্যাকমেল করে শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিচ্ছে। তাঁর মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়া পুলিশ।
রাঘব লরেন্স পরিচালিত কাঞ্চনা ৩ ছবিতে অভিনয় করেছিলেন অ্যালেকজান্দ্রা। প্রতিশোধ নিতে চাওয়া এক আত্মার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। বিগবস প্রতিযোগী নিক্কি তাম্বোলীও ওই ছবিতে অভিনয় করেছিলেন। অ্যালেকজান্দ্রার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তাঁর সহকর্মীরা। দক্ষিণী ছবির দুনিয়া এ বছর হারিয়েছে বেশ কিছু অভিনেতাকে। গত সপ্তাহেই তামিল অভিনেতা আনন্দ কান্নান মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন ক্যানসারে। এর আগে জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রী চিত্রা হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এ বার এই তরুণ অভিনেত্রীর মৃত্যুতেও নেমে এসেছে শোকের ছায়া।
Ours may become the first civilization destroyed, not by the power of our enemies, but by the ignorance of our teachers and the dangerous nonsense they are teaching our children. In an age of artificial intelligence, they are creating artificial stupidity.” – Thomas Sowell
— ALLY RI DJAVI (@LXRIDJAVI) July 19, 2020
View this post on Instagram
iv>