Actor’s Death: প্রয়াত ‘সাথ নিভানা সাথিয়া’র জনপ্রিয় অভিনেতা, স্বজনশোকে কাতর সতীর্থরা

Actor's Death: প্রয়াত সাত বছর ধরে জনপ্রিয় ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'র অন্যতম জনপ্রিয় চরিত্র জানকি বা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না এই বর্ষীয়ান অভিনেতার। শক্ত কিছু খাওয়ার মতোও অবস্থা ছিল। নরম খাবার অর্থাৎ 'লিকুইড ডায়েট'-এর উপরেই।

Actor's Death: প্রয়াত 'সাথ নিভানা সাথিয়া'র জনপ্রিয় অভিনেতা, স্বজনশোকে কাতর সতীর্থরা
প্রয়াত অভিনেতা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 6:52 PM

প্রয়াত সাত বছর ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’র অন্যতম জনপ্রিয় চরিত্র জানকি বা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না এই বর্ষীয়ান অভিনেতার। শক্ত কিছু খাওয়ার মতোও অবস্থা ছিল। নরম খাবার অর্থাৎ ‘লিকুইড ডায়েট’-এর উপরেই। শনিবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। এক মুহূর্ত দেরি না করে তাঁর মেয়ে অভিনেত্রীকে ভর্তি করান নিকটবর্তী হাসপাতালে। যদিও সেখানে থাকাকালীনই অবস্থার আরও অবনতি হয়। অবশেষে রাত্রিবেলা প্রয়াত হন তিনি। ওই ধারাবাহিকে ‘পরিধি’ নামক এক চরিত্রে অভিনয় করতেন লাভি সাসান। অভিনেত্রীর মৃত্যুতে তিনি লেখেন, “আজ আমার মন ভাল নেই। একজন যোদ্ধা খুব কাছের এক মানুষকে আজ আমি হারিয়ে ফেলেছি। বা ,অন্তর থেকে দেখা তুমি একজন শক্ত মানুষ। আমি ভাগ্যবান যে সেটে একসঙ্গে সময় কাটিয়েছি। আর সেখান থেকেই এক অব্যক্ত সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠেছে। যে ঐতিহ্য তুমি গড়েছ, তা বহন করে নিয়ে যাব।”

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকটি টিআরপিতে বহুদিন পর্যন্ত এক নম্বরে ছিল। ‘গোপী ও রাশি বৌ’-এর গল্প বাংলাতেও দেখানো হয়েছিল। সেই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছিল ‘বধূবরণ’। ওই ধারাবাহিকেই স্নেহময়ী দিদার তথা কোকিলা বহনের ‘বা’-য়ের চরিত্রে এই মানুষটিকে ভোলেননি কেউই। তিনিই আর রইলেন না। রয়ে গেল তাঁর একগুচ্ছ স্মৃতি। তাঁর পরিবার প্রিয়জনেরা দ্রুত এই শোক কাটিয়ে উঠুন, এমনটাই চাইছেন সকলেই।

View this post on Instagram

A post shared by Lovey Sasan (@loveysasan)