বিয়ে করবেন অভিনেত্রী, বর খোঁজার দায়িত্ব অবিবাহিত সলমনের!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 20, 2021 | 5:28 PM

বিগবসের ১৪ তম সিজনে অংশ নিয়েছিলেন আরশি। সেখান থেকেই সলমনের প্রতি তাঁর শ্রদ্ধা আরও গাঢ় হয় বলে জানিয়েছিলেন তিনি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়েও তাই সলমনের সাহায্যই চাইছেন তিনি।

বিয়ে করবেন অভিনেত্রী, বর খোঁজার দায়িত্ব অবিবাহিত সলমনের!
সলমন-আরশি

Follow Us

আবারও রিয়ালিটি শো-র মঞ্চে হতে চলেছে স্বয়ম্বর। রাখি সাওয়ান্তের পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইন্ডাস্ট্রির আর এক কন্ট্রোভারসিয়াল কুইন আরশি খান। কিন্তু মনের মতো বর খুঁজতে আরশির দরকার সলমন খানকে। ভাইজানের বিয়ে না হলেও লাভ গুরুর হিসেবে তাকেই পছন্দ আরশির।

বিগবসের ১৪ তম সিজনে অংশ নিয়েছিলেন আরশি। সেখান থেকেই সলমনের প্রতি তাঁর শ্রদ্ধা আরও গাঢ় হয় বলে জানিয়েছিলেন তিনি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়েও তাই সলমনের সাহায্যই চাইছেন তিনি। তাঁর কথায়, “সলমন সাহেবই এমন একজন মানুষ যিনি আমায় ব্যক্তি হিসেবে উন্নতিতে সাহায্য করেছেন। বিগবসে আমি যা শিক্ষা পেয়েছি তা সারাজীবনের।” যদিও আরশির মনের মতো সঙ্গী খুঁজতে ভাইজান আদপে এগিয়ে আসবেন কিনা তা নিয়ে মুখ খোলেননি সলমন খান।

আরও পড়ুন- শ্রীময়ী-কাঞ্চনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পিঙ্কি, ‘…হারাতে চাই না’, ভেঙে পড়লেন কান্নায়


প্রসঙ্গত, বিগবস ১৩-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী শেহনাজ গিল এবং পরশ ছাবড়াও শো-থেকে বেরিয়ে এক স্বয়ম্বর রিয়ালিটি শো-র অংশ হয়েছিল। শো’র নাম দেওয়া হয়েছিল ‘মুঝসে শাদি করোগে’। যদিও মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল রিয়ালিটি শো’টি। একদিকে করোনার প্রকোপ এবং অন্যদিকে শো’টির কম টিআরপি-ই বন্ধ হওয়ার কারণ হিসেবে জানা গিয়েছিল। আরশির স্বয়ম্বর কতটা হিট হয় তা অবশ্য সময়ই বলবে।

Next Article