হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অসনুর কৌর। ব্যক্তিগত জীবনে সবে দ্বাদশ শ্রেণীর গন্ডি পেরলেন অভিনেত্রী। পরীক্ষায় অসাধারণ সফলতা লাভ করেছেন অসনুর। অথচ প্রায়শই তাঁকে শুনতে হয়েছে অভিনেতারা নাকি পড়াশোনায় একেবারেই ভাল নয়। সেই ধারণা ভাঙতেই নিজের সবটুকু দিয়ে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন তিনি, পড়তে হয়েছে সমশ্যার মুখেও। মুখ খুললেন টেলি অভিনেত্রী।
তাঁর কথায়, “আমি আশা করেছিলাম আমার পরীক্ষার ফল ভাল হবে। ভাইভা ও প্র্যাক্টিকালে নিজের সবটুকি দিয়েছিলাম। তবে ফল বের হওয়ার আগে বেশ টেনশনই হচ্ছিল। যখন ফল দেখলাম, আমার পুরো পরিবার আনন্দে চিৎকার করে উঠেছিল।” তবে প্যান্ডেমিকের সময় পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ সমস্যারই ছিল বলে জানাচ্ছেন তিনি। চেয়েছিলেন স্কুলের শেষের বছরটা আনন্দ করতে বন্ধুদের সঙ্গে। কিন্তু তা হয়নি। বন্ধ ছিল স্কুল। তবে অনলাইন ক্লাসের জন্য তাঁর আখেরে লাভ হয়েছে বলেই জানিয়েছেন অসনুর। শুটিংয়ের জন্য অনেক সময়েই ট্র্যাভেল করতে হয়েছে তাঁকে। অনলাইন ক্লাসের সুবাদে গাড়িতে যেতে যেতেই সেরে ফেলেছেন ক্লাস।
অসনুর জানাচ্ছেন ছোট থেকেই অভিনয় জগতে তিনি। অনেক সময়েই তাঁকে শুনতে হয়েছেন অভিনেত্রীরা পড়াশোনায় ভাল হন না। এই মিথকেই নস্যাৎ করতে চেয়েছিলেন তিনি। তাঁর কথায়, “আমি চেয়েছিলাম উদাহরণ তৈরি করতে। আমার ফল বের হওয়ার ফলে অনেকেই বলেছেন, তাঁরা ভুল ছিলেন। অভিনয় জগতের সঙ্গে যুক্তরাও পড়াশোনা করেন। তাঁরা মেধাবী হন।”
ভবিষ্যতে মাস মিডিয়া নিয়ে পড়ার ইচ্ছে কমার্সের ছাত্রী অসনুরের। তবে কাজও চালিয়ে যেতে চান। কিন্তু এই মুহূর্তে টিভি নয়। বাহ্ল অফারের অপেক্ষায় তিনি। টিনএজ কাটিয়ে প্রাপ্তবয়স্ক হতে চলেছেন তিনি। তাই সে রকম কোনও চরিত্র দিয়েই ক্যামেরায় ফেরার ইচ্ছে তাঁর।
‘ঝাঁসি কি রানি’, ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’, ‘পাটিয়ালা বেবস’-এ অসনুর অভিনয় দেখেছেন দর্শক। ‘সঞ্জু’, ‘মনমর্জিয়া’র মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি সমানতালে অভিনয়ের কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন অসনুর।
আরও পড়ুন-‘একজন মা হিসেবে বলতে চাই..’, পর্নকাণ্ডে স্বামীর গ্রেফতারির পর প্রথম বার অফিসিয়াল বিবৃতি শিল্পার