Bengali Serial: জাতীয় সঙ্গীত বিতর্কে ‘মিঠাই’, উঠল বয়কটের ডাক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 01, 2022 | 10:38 PM

মিঠাইয়ের সদ্য সম্প্রচারিত এপিসোড। যেখানে দর্শক দেখেছে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন মোদক বাড়িক কর্তা সিদ্ধেশ্বর মোদক। যে মঞ্চে শোনা গিয়েছে 'আমার সোনার বাংলা।'

Bengali Serial: জাতীয় সঙ্গীত বিতর্কে মিঠাই, উঠল বয়কটের ডাক
জাতীয় সঙ্গীত বিতর্কে 'মিঠাই', উঠল বয়কটের ডাক

Follow Us

জাতীয় সঙ্গীত টেলিভিশনে চলুক কিংবা যে কোনও কোথাও কানে গেল কি আপনি যেখানেই থাকুন না কেন উঠে দাঁড়াতেই হবে। আর সেই জাতীয় সঙ্গীত যদি হয় প্রতিবেশী রাষ্ট্রের তবেও উঠে দাঁড়ানোই সম্মান প্রদর্শনের রূপ। এবার জাতীয় সঙ্গীত বিতর্কে নাম জড়াল জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের। কোথা থেকে বিতর্কের সূত্রপাত?

মিঠাইয়ের সদ্য সম্প্রচারিত এপিসোড। যেখানে দর্শক দেখেছে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন মোদক বাড়িক কর্তা সিদ্ধেশ্বর মোদক। যে মঞ্চে শোনা গিয়েছে ‘আমার সোনার বাংলা।’ এই গান যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তা কারও অজানা নয়। এখানেই ঘটেছে বিপত্তি। গান মঞ্চস্থ হওয়ার সময় কাউকেই উঠে দাঁড়াতে না দেখে বেজায় চটেছেন দর্শক। বিশেষত মিঠাইয়ের বাংলাদেশের ভক্তরা। প্রশ্ন তুলেছেন ভারতের জাতীয় সঙ্গীত চললেও এমন ভাবেই বসে থাকতেন? কেউ আবার ডাক দিয়েছে সিরিয়াল বয়কটেরও।

তবে পাল্টা যুক্তিও দিয়েছেন কেউ কেউ। তাঁদের দাবি, ওই রবীন্দ্রসঙ্গীতের প্রথম ১০টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। ধারাবাহিকে গানটি রবীন্দ্রসঙ্গীত হিসেবেই গাওয়া হয়েছে। তবু বিতর্ক থামেনি। এ প্রসঙ্গে মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকদের বিপুল ভালবাসা পেয়েছে মিঠাই। সিদ্ধার্থ ও মিঠাইয়ের মিষ্টি রসায়নও সকলের প্রিয়। টি আর পি লিস্টেও মিঠাইয়ের জুড়ি মেলা ভার। কিন্তু এই ঘটনা কি তবে ছন্দে পতন আনবে? বলবে সময়।

আরও পড়ুন- জনরোষের মুখে সুদীপা, ‘ব্যক্তিজীবনে আহত বলেই ট্রোল করছে’, বললেন তিনি

Next Article