Bharati Singh: অন্তঃসত্ত্বা ভারতী সিং, ভাংড়া নেচে জানালেন সুখবর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 11, 2021 | 10:33 AM

সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে ভারতী জানিয়েছেন, "হ্যাঁ ভাই হ্যাঁ, আমি প্রেগন্যান্ট।" জানিয়েছেন, আগামী বছর এপ্রিল কিংবা মে মাসের শুরুতেই নতুন অতিথি চলে আসবে।

Bharati Singh: অন্তঃসত্ত্বা ভারতী সিং, ভাংড়া নেচে জানালেন সুখবর
ভারতী সিং ও হর্ষ চিম্বাচিয়া

Follow Us

মা হতে চলেছেন অভিনেত্রী ভারতী সিং। সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সুখবর। কিছুদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল, সুখবর হয়তো মিলবে। কিন্তু কিছুতেই মুখ খুলছিলেন না ভারতী। নিজেই জানিয়েছিলেন, এরকম কোনও ব্যাপার নেই। বলেছিলেন, এমনটা ঘটলে তাঁরা লুকোবেন না। কিন্তু শেষমেশ আর লুকোলেন না বিষয়টা। জানিয়েদিলেন সুখবর।

বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। স্ট্রিপেই মিলেছিল ‘গুড নিউজ়’। আনন্দে ভাংড়া নাচে গা ভাসিয়েছিলেন অভিনেত্রী। সে কী উচ্ছ্বাস! হবে নাই বা কেন?  প্রথম সন্তান বলে কথা। প্রথমবার সন্তানের জন্ম দিতে চলেছেন ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। শনিবার সকালেই তাঁরা জানিয়েছেন আনন্দ সংবাদ।

সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে ভারতী জানিয়েছেন, “হ্যাঁ ভাই হ্যাঁ, আমি প্রেগন্যান্ট।” জানিয়েছেন, আগামী বছর এপ্রিল কিংবা মে মাসের শুরুতেই নতুন অতিথি চলে আসবে।

এর আগে সূত্র মারফত জানা গিয়েছিল, ভারতী বিশ্রামে রয়েছেন। দ্রুত জমে থাকা কাজ শেষ করে নিতে চাইছেন তিনি। কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না একেবারে। লো প্রোফাইল মেনটেন করছেন।

সদ্য নতুন একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করলেন দম্পতি। নাম দিয়েছেন ‘ভারতী টিভি’। ভারতী কমেডিয়ান, সঞ্চালিকা তথা অভিনেত্রীও বটে। অন্যদিকে হর্ষ নিজে লেখেন, প্রযোজনাও করেন। তাঁদের দুজনের ভাবনার ফসল এই ইউটিউব চ্যানেল। প্রচুর কমেডি শোয়ের পরিকল্পনা করেছেন তাঁরা। যা দেখা যাবে এই নতুন চ্যানেলে। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কোনও সময় দর্শক দেখতে পারবেন এই চ্যানেলের সব অনুষ্ঠান।

২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনা চিন্তা শুরু করেছিলেন। সদ্য এক ধাক্কায় ১৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন তিনি। ভারতী নাকি ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করেছিলেন। আর তাতেই এই ফল পেয়েছেন। ওজন বেশি থাকায় তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু ওজন কমিয়ে ফেলার পর নাকি আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন। ৯১ কিলোগ্রাম থেকে কমিয়ে নিজের ওজন আপাতত ৭৬-এ নিয়ে এসেছেন তিনি।

আরও পড়ুন: Mithila-Tahsan-Shabnam: গ্রেফতার হতে পারেন সৃজিত-পত্নী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা