মা হতে চলেছেন কমেডিয়ান ভারতী সিং। রিয়ালিটি শো ‘হুনারবাজ’-এর মঞ্চেই সাধ খেলেন তিনি। কিন্তু উপহার পর্ব আসতেই হল বিপত্তি। ঠিক কী হয়েছে?
একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ওই রিয়ালিটি শো’র নির্মাতাদের তরফে সেখানেই দেখা যাচ্ছে কাপড়ে ভারতীর চোখ বেঁধে তাঁকে মঞ্চে নিয়ে আসছেন স্বামী হর্ষ। আশপাশ ঘিরে রয়েছেন শো’র বিচারক করণ জোহর, পরিণীতি চোপড়া ও মিঠুন চক্রবর্তী। গোটা মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে। উপর থেকে বর্ষিত হচ্ছে গোলাপের পাঁপড়ি। ভারতীকে জরিয়ে ধরে আদর করছেন পরিণীতি। এখানেই শেষ নয়, করণ তাঁকে পরিয়ে দিচ্ছেন ‘মম টু বি’ লেখা উত্তরীয়ও।
এর পরেই ওঠে উপহারের প্রসঙ্গ। হর্ষ খানিক যেচেই করণকে জিজ্ঞাসা করেন কী উপহার এনেছেন তাঁরা। উত্তর দেন পরিণীতি। খানিক রসিকতার সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, “তুমি কি ভাবলে আমি তোমার জন্য উপহার আনিনি। আমি তো সোনা এনেছি”। এক উপহারে বাক্সও এগিয়ে দেন পরিণীতি। কিন্তু প্রোমোতে দেখা যাচ্ছে, উপহার দেখেই রেগে আগুন ভারতী। সেটের মধ্যেই কান্নাকাটি জুড়ে দেন তিনি। বলতে থাকেন, ‘সবাই চলে যাও এখান থেকে’। কী উপহার দিয়েছিলেন পরিণীতি? তা যদিও ফাঁস করেনি নির্মাতারা। রেখেছে সাসপেন্স।
২০১৭-এ বিয়ে করেন হর্ষ এবং ভারতী। তারপর থেকে তাঁর জীবন নাকি একেবারে বদলে গিয়েছে। গত বছরই এক ধাক্কায় ১৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি। ভারতী নাকি ইন্টারমিটেট ফাস্টিং অনুসরণ করেছিলেন। আর তাতেই এই ফল পেয়েছেন। ওজন বেশি থাকায় তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু ওজন কমিয়ে ফেলার পর নাকি আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন। ৯১ কিলোগ্রাম থেকে কমিয়ে নিজের ওজন আপাতত ৭৬-এ নিয়ে এসেছেন তিনি। ভারতী বলেছিলেন, “আগে আমার শ্বাস নিতে সমস্যা হত। এখন আর সমস্যা হয় না। হালকা লাগে। আমার ডায়াবেটিস আর অ্যাজমা এখন কন্ট্রোলে রয়েছে।”
গত ডিসেম্বরে ভাংড়া নেচে অভিনব এক ভিডিয়ো প্রকাশ করে মা হওয়ার খবর জানিয়েছিলেন কমেডিয়ান। আপাতত আর কয়েক দিনের অপেক্ষা। সংসারে নতুন অতিথি এল বলে।
আরও পড়ুন: Valentine’s Day: টিন্ডার-প্রেম… App মুঝে অচ্ছে লগনে লগে