Bhaswar Chatterjee: ‘আমাকে কাশ্মীরিদের মতো লাগছে?’, ফিরানে নিজেকে সাজিয়ে প্রশ্ন ভাস্বর চট্টোপাধ্যায়ের

কাশ্মীরের এই ট্রিপে ভাস্বর মূলত গিয়েছেন দুটি কাজ করতে। প্রথমত বিখ্যাত ভবানী মন্দিরে অষ্টমী পুজো দেওয়া। স্বয়ং স্বামীজি নাকি এই মন্দিরে গিয়েছিলেন।

Bhaswar Chatterjee: 'আমাকে কাশ্মীরিদের মতো লাগছে?', ফিরানে নিজেকে সাজিয়ে প্রশ্ন ভাস্বর চট্টোপাধ্যায়ের
কাশ্মীরি পোশাকে ভাস্বর।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2021 | 9:55 AM

চলতি বছরের পুজো একেবারে অন্য ভাবে কেটেছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। কাশ্মীরে প্রকৃতির বুকে খুঁজে পেয়েছেন নিজেকে। অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছেন বেশ কয়েক জন বন্ধুও। সেই ছবি শেয়ার করেছিলেন। এবার কাশ্মীরি পোশাকে নিজেকে সাজিয়ে তুলে অভিনেতার প্রশ্ন, “আমাকে কাশ্মীরিদের মতো লাগছে তো?”

কাশ্মীরি কুর্তা (ফিরান)-তে নিজেকে সাজিয়ে তুলে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। লিখেছেন, “কাশ্মীরিদের মতো সাজতে চেয়েছিলাম। তাই রিয়ান ভাইয়ের কাছ থেকে এই পোশাকগুলি ধার করলাম। এটা পরেই কাছের দরগা গার্ডেনে গিয়েছিলাম। ছবি তুললাম। আমাকে কাশ্মীরিদের মতো দেখাচ্ছে?” ছবির কমেন্ট বক্স তিনি ‘লিমিটেড’ করেছেন। অর্থাৎ তা সবার জন্য খোলা নয়। দিন কয়েক আগে কাশ্মীর নিয়ে আরও এক ছবি পোস্ট করার কারণে ট্রোল্ড হতে হয়েছিল তাঁকে। সে কারণেই কি এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।

কোন ছবি পোস্ট করে ট্রোল্ড হয়েছিলেন ভাস্বর? কয়েক স্থানীয় কাশ্মীরির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, “দেখলাম আহারবাল জলপ্রপাতের কাছে এক রেস্তরাঁয় ওঁরা খাচ্ছেন। তাঁদের বেশভূষা বেশ পছন্দ হল। সেখানে গিয়েই তাঁদের সেলফির জন্য আবদার করতেই ওঁরা রাজি হলেন।” ভাস্বর আরও যোগ করেন, “যেখানেই যাই নতুন বন্ধু বানাতে আমার বেশ ভাল লাগে। ধন্যবাদ বন্ধুরা।” আর তাতেই ভাস্বর উপরের চড়াও হন নেটিজেনদের একটা বড় অংশ। কিন্তু কাশ্মীরকে যে অভিনেতা ভালবাসেন তা বহুবার স্বীকার করে নিয়েছেন তিনি।

কাশ্মীরের এই ট্রিপে ভাস্বর মূলত গিয়েছেন দুটি কাজ করতে। প্রথমত বিখ্যাত ভবানী মন্দিরে অষ্টমী পুজো দেওয়া। স্বয়ং স্বামীজি নাকি এই মন্দিরে গিয়েছিলেন। কথিত আছে রাবণের প্রতিষ্ঠা করা মায়ের এই রূপ হনুমানজি শ্রীলঙ্কা থেকে এখানে নিয়ে এসেছিলেন মায়ের ইচ্ছেতেই।

দ্বিতীয় কাজটাও খুব গুরুত্বপূর্ণ জানিয়েছিলেন ভাস্বর। তাঁর এক বন্ধু তাঁর কাকার বিয়েতে নেমন্তন্ন করেছেন অভিনেতাকে। সেখানে ভাস্বরকে কাশ্মীরি গান গাইতে হবে। বাঙালি হয়ে এমন সুযোগ খুব একটা আসে না। তাই না বলার কোনও জায়গা নেই বলে জানিয়েছিলেন তিনি। এ বিষয়ে তিনি TV9 বাংলাকে তিনি আগেই বলেছিলেন, “এই প্ল্যানটা হ্ঠাৎ করেই করলাম। আগে থেকে ভাবিনি। বন্ধু অনেকদিন ধরেই বলছিল, ‘কাকার বিয়েতে চলো। গান গাইবে’। আমাদের বাড়ির পুজোর ব্যাপারও আছে। তবুও ওই ভবানী মন্দিরের লোভটা সামলাতে পারলাম না। গত এপ্রিলেই গিয়েছিলাম কাশ্মীর। পুজোর প্ল্যান শুনে বাবা বললেন, ‘আবার কাশ্মীর যাবি তুই?’ তারপর সব শুনে বললেন, ‘আমিও তো দেখিনি, দেখে আসি চল…’।”

ভাস্বরের বাঁকুড়ার বাড়িতে দুর্গাপুজো হয়। প্রতি বছর সেখানেই যান তিনি। কিন্তু এই বছরের রুটিন একেবারে আলাদা। এ বছর তিনি পুজো কাটিয়েছেন উত্তরে, বানিয়েছেন নতুন বন্ধু, পরেছেন কাশ্মীরি পোশাক।