তাঁর গান প্রতিদিন শোনেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। কারণ তিনি ভাস্বরের পছন্দের সঙ্গীতশিল্পী। ভাস্বর রীতিমতো তাঁর পুজো করেন। তিনি অর্থাৎ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সদ্য জন্মদিন পেরিয়ে গেলেন লতা। নিজে গান গেয়ে বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভাস্বর।
গান ভাস্বরের প্রাণে। অভিনয় তাঁর পেশা, এ কথা ঠিক। কখনও নতুন শেখা কাশ্মীরি গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। কখনও বা কিংবদন্তীর গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানান। ভাস্বরের গুণমুগ্ধরা মনে করেন, শুধু অভিনয় নয়, পেশাদার মঞ্চে গানও গাইতে পারেন তিনি। লতাকে শুভেচ্ছা জানাতে ঈষৎ দেরি হওয়ায় মার্জনাও চেয়ে নিয়েছেন ভাস্বর।
গত ২৮ সেপ্টেমাবর ৯২তম জন্মদিন পালন করলেন লতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঈশ্বরের আশীর্বাদে ও আমার বাবা-মায়ের প্রার্থনার কারণে আমি ৯২তম জন্মদিনে পা দিলাম। করোনার সময় দেশবাসীর সুস্বাস্থ্য প্রার্থনা করি।”
প্রতি বছরই ধুমধাম করে পালিত হয় লতার জন্মদিন। এবার করোনার কারণে অল্পের মধ্যে দিয়েই পালিত হয়েছে। লতা বলেছিলেন, “করোনার কারণেই পরিবার স্বল্প আয়োজনে আমার জন্মদিন পালন করছে।” পরিবারের ঘনিষ্ঠরাই ছিলেন নৈশভোজে।
“মালাডে প্রায়ই বেড়াতে যেতাম বম্বে টকিজ়ের জন্য রেকর্ডিং করতে। কিংবা যেতাম গোরেগাঁওয়ের রেকর্ডিং স্টুডিয়োতে। ট্রেনে যেতে ভাল লাগত। সুখকর যাত্রা হত। অল্প কয়েকজন সহ-যাত্রী থাকতেন ট্রেনে। সে সব জায়গা ছিল সবুজে ঘেরা। সকালে পেতাম সতেজ বাতাস,” সাক্ষাৎকারে স্মৃতির সরণী দিয়ে হাঁটেন লতা।
মাত্র ১৯ বছর বয়সে খ্যাতির মুখোমুখি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ১৯৪৮ সালের বম্বে টকিজ়ের প্রযোজনায় তৈরি ‘মহল’-এর ‘আয়েগা আনেওয়ালা’ গানটিই তাঁকে প্রথম জনপ্রিয়তা এনে দেয়। তারপর একে একে ‘বরসাত’, ‘বড়ি বহন’, ‘আন্দাজ’, ‘আনারকলি’, ‘আলবেলা’ ছবিতে প্লেব্যাক করে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন লতা। সেই স্থানেই বিরাজ করছেন তিনি। সে সময়ও জন্মদিন পালিত হত লতার। কিন্তু অনেক মানুষ থাকতেন না সেখানে। পরিবার-প্রিয়জনরাই উপস্থিত থাকতেন মূলত। বলেছেন, “আমি পার্টি করতে কোনও কালেই পছন্দ করতাম না। এই দিনে মায়ের সঙ্গেই সময় কাটাতে ভালবাসতাম বেশি। আমার জন্য দারুণ রান্না করতেন তিনি। সারা দুপুর আমরা খাওয়াদাওয়া করে, হেসে, গল্পগুজব করে কাটিয়ে দিতাম।” সারা দেশে তথা সারা বিশ্বে তাঁর যে বহু গুণমুগ্ধ রয়েছেন, তা ভাস্বরের গান গেয়ে শ্রদ্ধা জানানোয় আরও একবার প্রমাণিত হল।
আরও পড়ুন, Shruti Das: শ্রুতির ২৫তম জন্মদিন, কী ভাবে শুরু করলেন সেলিব্রেশন?
আরও পড়ুন, Varun Sharma: আইপিএলের কমেন্ট্রি করতে গিয়ে থিয়েটারের কথা মনে পড়ছে: বরুণ শর্মা