প্রিয় অভিনেতা মহেশ বাবুর জন্মদিনে অভিনব শ্রদ্ধা ভাস্বরের!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 09, 2021 | 3:51 PM

Mahesh Babu birthday: সোশ্যাল মিডিয়ায় ভাস্বর কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি বৃক্ষ্মরোপণ করছেন।

প্রিয় অভিনেতা মহেশ বাবুর জন্মদিনে অভিনব শ্রদ্ধা ভাস্বরের!
ভাস্বর চট্টোপাধ্যায় এবং মহেশ বাবু।

Follow Us

দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর আজ জন্মদিন। সোমবার ৪৬-এ পা দিলেন তিনি। সোশ্যাল ওয়ালে বহু অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। মহেশ বাবুর এক অভিনেতা অনুরাগী রয়েছেন টলিউডেও। তিনি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। প্রিয় তারকার জন্মদিনে আক্ষরিক অর্থেই অনুরাগীর মতো একটি বিশেষ কাজ করলেন ভাস্বর।

সোশ্যাল মিডিয়ায় ভাস্বর কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি বৃক্ষ্মরোপণ করছেন। ভাস্বর লিখেছেন, ‘ফ্যান হো তো অ্যায়সা। আজ তেলগু সুপারস্টার মহেশ বাবুর ৪৬তম জন্মদিন। উনি অনুরাগীদের কাছে বৃক্ষ্মরোপণের জন্য অনুরোধ করেছিলেন। আমি আমার ভাগ্নি দেবিনা মুখোপাধ্যায়ের সঙ্গে সে কাজটাই করলাম। আপনারা পারলে এগিয়ে আসুন আর গাছ লাগান। এতে আমরা ভবিষ্যতে সকলেই উপকৃত হব।’

ভাস্বর নিজে যে মহেশ বাবুর অনুরাগী এ কথা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। ভাস্বরের কিছু অনুরাগী নাকি মহেশ বাবুর সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্যও খুঁজে পান। এ হেন প্রিয় মানুষের জন্মদিনে অভিনব উপায়ে শুভেচ্ছা জানানোর প্রয়াসে ভাস্বর প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে।

এ দিন সোশ্যাল ওয়ালে মহেশ বাবুর স্ত্রী তথা অভিনেত্রী নম্রতা শিরোদকার নিজেদের একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। নম্রতা লিখেছেন, ‘আমার কাছে ভালবাসার সংজ্ঞা এই মানুষটা। আমার তখন, এখন এবং আজীবনের। শুভ জন্মদিন এমবি। তোমাকে কতটা ভালবাসি তা তুমি কল্পনাও করতে পারবে না।’

আরও পড়ুন, দেবলীনা-গৌরবের ‘হাফ ইয়ারলি হনিমুন’, কোথায় গেলেন দম্পতি?

Next Article