দেবলীনা-গৌরবের ‘হাফ ইয়ারলি হনিমুন’, কোথায় গেলেন দম্পতি?
Devlina Kumar and Gourab Chatterjee: সোমবার সোশ্যাল মিডিয়ায় গোয়া থেকে নিজের ছবি পোস্ট করেন দেবলীনা। হ্যাশট্যাগে ‘হাফ ইয়ারলি হনিমুন’ শব্দটি ব্যবহার করেছেন তিনি।
গত ডিসেম্বরে বিয়ে করেছিলেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। লকডাউন, আনলক পর্ব, দাম্পত্য, শুটিং- সব কিছুর মধ্যে থেকে এ বার নিজেদের জন্য সময় বের করে নিলেন এই জুটি। আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন তাঁরা।
সোমবার সোশ্যাল মিডিয়ায় গোয়া থেকে নিজের ছবি পোস্ট করেন দেবলীনা। হ্যাশট্যাগে ‘হাফ ইয়ারলি হনিমুন’ শব্দটি ব্যবহার করেছেন তিনি। আট মাস বিয়ের পর সত্যিই এ এক হনিমুনই বটে। প্রসঙ্গত, গোয়ায় এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন আরও এক সেলেব দম্পতি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। দিন দুয়েক আগেই গোয়ায় পৌঁছেছেন তাঁরা। সোশ্যাল ওয়াল ভরে উঠেছে তাঁদের ছুটির ছবিতে। তবে নীল-তৃণার সঙ্গে রয়েছেন বন্ধুরাও।
View this post on Instagram
টলি পাড়ায় নিজস্ব অভিনয়ের কাজ ছাড়াও দেবলীনা এবং গৌরব যে কারণে শিরোনামে থাকেন, তা হল তাঁদের ফিটনেস। গোয়ায় বেড়াতে গিয়ে লোভনীয় খাবার নিশ্চয়ই ট্রাই করবেন দম্পতি। দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত। গোয়া থেকে ফিরে হয়তো ফের কড়া ডায়েট বা শরীরচর্চার রুটিনে নিজেকে বেঁধে ফেলবেন।
তবে দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা। ইদানিং ফের জিমে যাওয়া শুরু করেছেন। পাশাপাশি চলছে সাইকেল চর্চাও। আপাতত ছুটির মুডে একান্তে গোয়ায় সময় কাটাবেন তাঁরা।