Big Boss 15: প্রেম বাড়ছে করণ-তেজস্বীর, ভাসছে চুম্বনে-আলিঙ্গনে!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 24, 2021 | 9:48 PM

প্রোমোটি শুরু হয় সম্পর্কের তিক্ততা দিয়ে। একে অপরকে দোষারোপ দিতে থাকেন করণ-তেজস্বী। কিন্তু শেষ হয় প্রেম জাহির করেই। একে অপরকে চুম্বনে, আলিঙ্গনে। 

Big Boss 15: প্রেম বাড়ছে করণ-তেজস্বীর, ভাসছে চুম্বনে-আলিঙ্গনে!
করণ ও তেজস্বী

Follow Us

কিছুদিন আগেই মন ভেঙেছিল করণ কুন্দ্রার। তেজস্বী প্রকাশের সঙ্গে তাঁর রসায়ন নিভু নিভু হয়ে উঠেছিল খানিক। প্রথম রাউন্ডে সাহায্য় পাওয়ার পরও সাহায্য চেয়ে করণকে ডজ করেছিলেন তেজস্বী। সেই কারণে মনে বেশ দুঃখ পেয়েছিলেন করণ। এবার তাঁদের রোস্যান্সে স্পাইস আপ করছে। বলছে সাম্প্রতিকতম প্রোমো।

প্রোমোটি শুরু হয় সম্পর্কের তিক্ততা দিয়ে। একে অপরকে দোষারোপ দিতে থাকেন করণ-তেজস্বী। কিন্তু শেষ হয় প্রেম জাহির করেই। একে অপরকে চুম্বনে, আলিঙ্গনে।

একটি ঘটনায় সাংঘাতিক মর্মাহত হন করণ। ভেবে বের করতেই পারেন না, কেন তেজস্বী তাঁকে না বেছে নিশান্তকে বাছলেন। তেজস্বীর এই আচরণ হতবাক করেছে করণকে। এই ঘটনা করণ ও তেজস্বীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করেছেন তাঁদের ভক্তরা।

‘টিকিট টু ফাইনাল’ টাস্ক কেবল করণ-তেজস্বীর মধ্যে নয়, দূরত্ব তৈরি করতে পারে অন্য প্রতিযোগীদের মধ্যেও। নতুন প্রোমোতে দেখা যায়, দোষে অভিযুক্ত হওয়ার পর বেজায় চটেছেন দেবলীনা ভট্টাচার্য। তিনি চিৎকার করতে থাকেন আর বলতে থাকেন, “রশ্মি আমি আর সহ্য করতে পারছি না।”

করণ কুন্দ্রার সঙ্গে একান্ত কথোপকথনের সময় তেজস্বীকে বলতে শোনা যায়, ‘জিজু’র জন্য বেজায় অস্বস্তিতে পরতে হয়েছে তাঁকে। জিজু অর্থাৎ রাখি সাওয়ান্তের স্বামী। তিনি বলেন, “প্রথম দিন থেকেই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন উনি। শুধু কাছে আসার চেষ্টা করছিল। প্রতীক (সহজপাল) ছিল রান্নাঘরে। ও আমায় এসে বলে, তেজস্বী যদি তুমি এতটুকুও অসুবিধের মধ্যে পড় ওই ব্যক্তির কারণে আমায় জানাবে। ওই লোকটি (রিতেশ) কেমন যেন অদ্ভুত। আমার হাত ধরার চেষ্টা করছিল।” এ ঘটনায় অবাক হয়ে যান করণও। তিনি বারবার বলতে থাকেন এই ঘটনা তেজস্বী কেন তাঁকে আগে জানাননি। গুরুতর অভিযোগ রিতেশের বিরুদ্ধে, জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।

আরও পড়ুন: New Bengali Film: সম্পর্ক নিয়ে নতুন বাংলা ছবি, অন্য ছবি থেকে কতখানি আলাদা এর কাহিনি?

Next Article