Bigg Boss 15: এ বার প্রতীকের মাকে আক্রমণ করণ কুন্দ্রার, বিগবস জুড়ে হচ্ছেটা কী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 16, 2022 | 3:38 PM

করণের প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান প্রতীক। সেখানেই আচমকা তেজস্বীকে 'স্টুপিড' বলে প্রথম উল্লেখ করেন প্রতীক। তাতে বেজায় চটে যান করণ।

Bigg Boss 15: এ বার প্রতীকের মাকে আক্রমণ করণ কুন্দ্রার, বিগবস জুড়ে হচ্ছেটা কী?
বিগবস জুড়ে হচ্ছেটা কী?

Follow Us

 

গ্র্যান্ড ফিনালের দিন যত এগিয়ে আসছে ততই যেন রণক্ষেত্রর জায়গা নিচ্ছে বিগবস। কখনও ব্যক্তি আক্রমণ আবার কখনও বাঁ ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ চলছে লাগাতার। ছাড় পাচ্ছেন না প্রতিযোগীর বাড়ির লোকেরাও। এবার শো’র অন্যতম প্রতিযোগী প্রতীক সহজপালের মা’কেই নিশানা করণ কুন্দ্রার। প্রকাশ্যেই প্রতীকের মা’কে বললেন, ‘স্টুপিড’। ঘটনার সূত্রপাত কীভাবে?

করণের প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান প্রতীক। সেখানেই আচমকা তেজস্বীকে ‘স্টুপিড’ বলে প্রথম উল্লেখ করেন প্রতীক। তাতে বেজায় চটে যান করণ। প্রেমিকার উদ্দেশে এ হেন বাক্যবাণ কিছুতেই তিনি বরদাস্ত করবেন না একথা সাফ জানিয়ে দেন প্রতীককে। যদিও প্রতীক পাল্টা যুক্তি দিতে থাকেন, স্টুপিড কথাটি নাকি মোটেও কটু নয়। এর পরেই হঠাৎই প্রতীককে উদ্দেশ্য করে করণ বলে ওঠেন, ‘তোর মা স্টুপিড’। আচমকাই মা তুলে কথা বলায় হকচকিয়ে যান বাকি প্রতিযোগীরাও। শমিতা করণকে পরিষ্কার বলেন, প্রেমিকার পক্ষে কথা বলতে গিয়ে করণ যেভাবে প্রতীকের মা টেনে আনলেন তা একেবারেই কাম্য নয়। প্রতীকও এর তীব্র প্রতিবাদ করেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যেই ক্ষমা চান করণ কুন্দ্রা। তবুও প্রতীকের মন গলেনি।

একদিকে যেমন বাবা-মা’কে টেনে চলছে কটু কথার বন্যা, অন্যদিকে ঠিক তেমনি করণের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে শমিতা শেট্টির বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছেন স্বয়ং করণের প্রেমিকা তেজস্বী প্রকাশ। যদিও শমিতা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা তেজস্বীর নিন্দাতেই সরব হয়েছেন। সব মিলিয়ে বিগবস ১৫-র শেষের কয়দিন যে অ্যাড্রিনালিন রাশ। টিকে থাকার এই লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন কেউই।

Next Article