Bigg Boss 15: ‘প্রেম’ উধাও! কেন প্রতীকের সঙ্গে বিগবসে আর কথা বলেন না নেহা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 19, 2021 | 8:51 AM

বিগবসের বাড়িতে বিজয়ী হতে পারেননি গায়িকা নেগা ভাসিন। ফাইনালের দিন কয়েক আগে বেরিয়ে যান তিনি। অন্যদিকে প্রতীক সহজপাল পঞ্চম স্থানে শেষ করেন বিগবস ওটিটি।

Bigg Boss 15: প্রেম উধাও! কেন প্রতীকের সঙ্গে বিগবসে আর কথা বলেন না নেহা?
বিগবসের বাড়িতে নেহা-প্রতীকের পুরনো কেমিস্ট্রি।

Follow Us

বিগবস ওটিটিতে নেহা ভাসিন ও প্রতীক সহজপালের সম্পর্ক ছিল ‘টক অব দ্য টাউন’। তাঁদের কাছাকাছি আসা, গোপনে ‘প্রেম’ প্রশ্ন তুলেছিল হাজার। কিন্তু টিভির বিগবস শুরু হতেই দেখা গিয়েছে এক অন্য চিত্র। ওয়াইল্ড কার্ড হয়ে সেখানে ঢুকেছেন নেহা, অথচ প্রথম দিনেই তিনি প্রতীককে সাফ জানিয়ে দিয়েছেন তাঁর সঙ্গে কথা বলতে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন। কেন? নেহা মুখ খুললেন অবশেষে।

শো’র অন্য দুই প্রতিযোগী উমর রিয়াজ ও বিশাল কোইতানকে তিনি জানান, বিগবসের বাইরেই প্রতীকের সঙ্গে কথা বলা তিনি বন্ধ করে দিয়েছেন। তাঁর কথায়, “এমনটা নয় যে, আমাদের মধ্যে কোনও ভালবাসা, বন্ধুত্ব নেই। আমাদের মানসিকতা মেলে না। ও জানেই না কীভাবে কথা বলতে হয়। কথায় কথায় মারাত্মক রেগে যায়। তারপর এসে ক্ষমা চায়। একবার বলে নয়, বারংবার এই জিনিস হয়ে এসেছে।”

নেহা আরও যোগ করেন, চিৎকার চেঁচামেচি তাঁর মোটে পছন্দ নয়। বহুবার সে কথা প্রতীককে বললেও কাজ হয়নি। চিৎকার করে কথা বলাই নাকি প্রতীকের প্যাটার্ন। যদিও নেটিজেনরা নেহার এই যুক্তি মানতে নারাজ। তাঁদের মতে প্রতীকের সঙ্গে কথা না বলার নেপথ্যে আরও বড় কোনও কারণ রয়েছে।

বিগবসের বাড়িতে বিজয়ী হতে পারেননি গায়িকা নেগা ভাসিন। ফাইনালের দিন কয়েক আগে বেরিয়ে যান তিনি। অন্যদিকে প্রতীক সহজপাল পঞ্চম স্থানে শেষ করেন বিগবস ওটিটি। ওঁরা জিততে না পারলেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা রটেছিল। নেহা বিবাহিত, প্রতীকের সঙ্গে তাঁর এই গদগদ সম্পর্ক রোজ দেখেছেন তাঁর স্বামী সমীরুদ্দিন। তা নিয়ে মুখও খুলেছিলেন তিনি।

নেহা এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বাড়িতে সব ঠিক আছে। তাঁর কথায়, “সবাই আমার জীবন নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। আমার মা খুব খুশি যে আমি ওই শো’য়ে শেষ অবধি ছিলাম না। আমার মা কোনওদিন চায়নি আমি বিগবসে যাই।” তিনি আরও যোগ করেন, “আমার স্বামী ঠিক আছে। কিছু প্রাক্তন বিগবস প্রতিযোগী ও নেটিজেন এমন ভাবে ট্রোল করেছেন আমার মনে হয় এসব ঠিক নয়, অনৈতিক।”

বিগবস ওটিটিতে ওঁরা থাকাকালীন এসেছিলেন প্রতীকের বোন প্রেরণা। প্রতীককে নেহার সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলেন তিনি।প্রেরণাকে বলতে শোনা যায়, “সবের একটা সীমা থাকে। তোমাকে সেটা বুঝতে হবে। সব কিছুর একটা বাউন্ডার লাইন থাকে। যারা বাইরে বসে দেখছে সবটা তাঁদের কেমন লাগছে বল তো…”? যদিও প্রতীক তাঁর বোনকে বোঝাতে থাকেন তিনি ও নেহা শুধুই বন্ধুত্ব, তবুও প্রেরণা দাদার এই উত্তরে সন্তুষ্ট থাকতে পারেন না। সেই সমীকরণই এত বদলে গেল কীভাবে? উত্তর খুঁজছেন বিগবস-প্রেমীরা।

Next Article