শীঘ্রই টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে ‘বিগ বস’ সিজন ১৫। যদিও এখন ওটিটিতেই দর্শক এসে উঁকি দিচ্ছেন বিগ বসের বাড়িতে। এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে বিগ বস। আরও বড় চমক শোয়ের হোস্ট করণ জোহর। এই প্রথম তাঁকে বিগ বসের হোস্ট হিসেবে দেখছেন দর্শক।
ওটিটি মাধ্যমের ‘বিগ বস’-এ এসেছে বহু পরিবর্তন। এক, ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং এই প্রথমবার। অন্যদিকে করণ জোহরের উপস্থিতি। এবার জানা যাচ্ছে, আগের মতো টেলিভিশনেও ফিরছে এই জনপ্রিয় শো। টেলিভিশনের দর্শকের কারণেই এই প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে।
সেখানেও থাকছে বড়সড় চমক। তাই নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। দর্শকের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। শোয়ের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে রয়েছেন ‘চিরনবীন’ রেখা। আর বরাবরের মতো রয়েছেন সলমন খান। কী রয়েছে প্রোমোতে?
দেখা যাচ্ছে, একটি জঙ্গলের মধ্যে বিগ বসের বাড়ি খুঁজছেন সলমন। সঙ্গে রয়েছেন রেখা। তাঁর নাম দেওয়া হয়েছে বিশ্বসুন্তরী। সলমনকে তিনি বলছেন, “সলমন, ১৫ বছর ধরে আপনার অপেক্ষায় ছিলাম। এখন আপনাকে দেখে মন ভাল লাগছে।”
উত্তরে সলমন বলেন, “আমি আপনার কাছে কৃতজ্ঞ বিশ্বসুন্তরীজি। কিন্তু এখানেই কোথাও একটা বিগ বসের বাড়ি ছিল। এখন দেখতে পাচ্ছি না।” রেখা ফের বলেন, “মেরি জান, এই বার বাড়ির সকলকে আগে জঙ্গল পার করতে হবে, তারপরই খোঁজ মিলবে বিগ বসের বাড়ির।” ভিডিয়োর শেষে সলমন বলেন, “জঙ্গলে সংকট। ছড়াবে দঙ্গলে দঙ্গল। আপনি তৈরি তো?”
প্রোমো ভিডিয়োতে রেখার গলা শোনা গেলেও কোথাও রেখাকে দেখা যায়নি। দেখে বোঝা যাচ্ছে, তিনি সেখানে রেখা নন। একটি চরিত্র মাত্র। একটি গাছ তিনি। যাঁর সবকটি পাতা লাল ও সাদা রঙের। গাছটির নাম বিশ্বসুন্তরী। প্রোমো দেখে এটাও আন্দাজ করা যাচ্ছে, অন্যবারের মতো সিজন ১৫ অন্যরকম রোমাঞ্চ নিয়ে আসতে চলেছে। হয়তো প্রথমে জঙ্গলের সিকোয়েন্স থাকবে। তারপর বিগবসের বাড়িতে পরবর্তী ঘটনা ঘটবে। সবটা নিয়েই কৌতূহল রয়েছে দর্শকের মনে।
আরও পড়ুন: ‘ভূজ..’ না চললেও আমার চরিত্র প্রশংসিত হয়েছে: অ্যামি ভির্ক
আরও পড়ুন: প্রিয় বন্ধুর ছবি থেকে সরলেন অভিষেক, জানালেন কি কারণ?