Bigg Boss 15: প্রিমিয়ারের সময় থেকে প্রতিযোগীদের তালিকা…শেষমুহূর্তে রইল কিছু গুরুত্বপূর্ণ আপডেট

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 02, 2021 | 2:32 PM

শনিবার অর্থাৎ আজ রাত সাড়ে ৯টা থেকে কালারস চ্যানেলে শুরু হতে চলেছে এই রিয়ালিটি শো';র নতুন সিজন। এখনও পর্যন্ত বেশ কিছু প্রতিযোগীর নাম শোনা গিয়েছে।

Bigg Boss 15: প্রিমিয়ারের সময় থেকে প্রতিযোগীদের তালিকা...শেষমুহূর্তে রইল কিছু গুরুত্বপূর্ণ আপডেট
আসছে বিগবস-১৫।

Follow Us

 

আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই টেলিভিশনে আসছে সলমনের বিগবস শুরু হতে চলেছে এক নতুন সিজন। তার আগে দেখে নিন এই সিজনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট… যা মিস করলে আপনার মিস…

প্রিমিয়ারের সময়
শনিবার অর্থাৎ আজ রাত সাড়ে ৯টা থেকে কালারস চ্যানেলে শুরু হতে চলেছে এই রিয়ালিটি শো’;র নতুন সিজন। এখনও পর্যন্ত বেশ কিছু প্রতিযোগীর নাম শোনা গিয়েছে। তবে সাড়ে ৯টার সময়ই হতে চলেছে যাবতীয় সাসপেন্সের অবসান। প্রকাশ্যে আসবে নতুন নাম।

নতুন সময়
এর আগে শনি ও রবিবারের স্পেশ্যাল এপিসোড সম্প্রচারিত হত ৯টা থেকে। কিন্তু এই বার সময় পিছিয়ে তা করা হচ্ছে সাড়ে ৯টা। তবে সোম থেকে শুক্র সাড়ে দশটা থেকে নির্ধারিত চ্যানেলে দেখা যাবে বিগবস।

নতুন থিম
বিগবসের এই বারের থিম সব দিক থেকেই আলাদা। তাতে রয়েছে সাসপেন্স রয়েছে একরাশ উত্তেজনা। থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে জঙ্গলকে। গোটা সেট সাজানো হয়েছে রকমারি গাছ দিয়ে। এরই মধ্যে এক বিসদৃশ গাছের নাম দেওয়া হয়েছে ‘বিশ্বসুনট্রি’। সেই ‘নকল’ গাছের ভয়েস ওভার করতে শোনা যাবে রেখাকে। সব মিলিয়ে উত্তেজনা ষোলোআনা।


সিজনের সময়কাল
আপাতভাবে পাঁচ মাস ধরে সম্প্রচারিত হতে চলেছে এই সিজনটি। তবে জনপ্রিয়তা যদি সিদ্ধার্থ-শেহনাজের সিজন অর্থাৎ বিগবস ১৩-র মতো হয়ে থাকে সে ক্ষেত্রে সিজনের সময়সীমা আরও বেশ কিছুটা বাড়ানো হতে পারেই বলে জানা যাচ্ছে বিগবসের তরফে।

সলমনের পারিশ্রমিক
বিগত বেশ কিছু সিজন ধরেই বিগবসের সাফল্য আকাশছোঁয়া। আর এর পিছনে এক্স ফ্যাক্টর অবশ্যই সলমনের সঞ্চালনা। এই সিজনে তিনি যে পারিশ্রমিক বাড়িয়েছে বেশ কয়েক গুণ সে কথা আগেই জানা গিয়েছিল। শোনা যাচ্ছে, এই সিজনের জন্য তিনি নাকি নিতে চলেছে ৩৫০ কোটি টাকা। ভাবতে পারছেন?

প্রতিযোগীদের প্রাথমিক তালিকা
প্রাথমিক ভাবে যে সব প্রতিযোগীর এই শোয়ে অংশ নেওয়া কথা রয়েছে তাঁরা হলেন ডোনাল বিশ্ত, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, সিম্বা নাগপাল। বিগবস ওটিটি থেকে দেখা যাবে শমিতা শেট্টি, প্রতীক সহজপাল, নিশান্ত ভাটকে।

আরও পড়ুন- Nusrat Jahan: রেড ভেলভেটে কামড় বসিয়ে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা নুসরতের

 

Next Article