আসতে চলেছে বিগবসের ১৫ তম সিজন। সূত্র বলছে সিজন জুড়ে রয়েছে নানা ধরনের চমক। টিভিতে নয় ১৫ তম সিজন নাকি প্রথমে আসবে ওটিটিতে। সেখানে চলবে প্রাথমিক বাছাই। এর পর সেরাদের নিয়ে সিজন সম্প্রচারিত হবে টিভি চ্যানেলে।
সাম্প্রতিক খবর, ওটিটিতে সঞ্চালনার জন্য প্রযোজনা সংস্থা নাকি খুঁজছে নতুন মুখ। সলমন খান টিভিতে সঞ্চালনা করলেও, ওটিটির জন্য নাকি প্রযোজকদের পছন্দ ফারহা খান অথবা রোহিত শেট্টি। ইতিমধ্যেও নাকি অফার পৌঁছেছে তাঁদের কাছে। যদিও ডেটের সমস্যার জন্য এখনও পর্যন্ত তাঁরা কিছু জানাননি বলেই খবর। প্রসঙ্গত, টিভিতে সঞ্চালনা এর আগেও করেছেন রোহিত শেট্টি। রিয়ালিটি শো ‘খতড়ো কি খিলাড়ি’র সঞ্চালনার দায়িত্ব বিগত প্রতি সিজনেই পালন করে আসছেন তিনি।
অন্যদিকে শোনা যাচ্ছে এই সিজনে নাকি দেখা যেতে পারে রিয়া চক্রবর্তীকেও। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। গত বছর ভারতের গুগুল সার্চে রিয়ার নাম ছিল দ্বিতীয় নম্বরে। তাঁকে নিয়ে কম আলোচনা হয়নি। বছর ঘুরতে চললেও সেই আলোচনার রেশ জারি। তাই রিয়া যদি বিগবসে ঢোকেন তবে তা হতে পারে ওই রিয়ালিটি শো’র তুরুপের তাস। হয় জনপ্রিয়তা পৌঁছে যাবে শিখরে, নয় কমতে শুরু করবে হুড়হুড় করে।তবে শুধু রিয়াই নন, বিগবসের নয়া সিজনে নাকি দেখা যেতে পারে অনুষা দাণ্ডেকর ওরফে ভি.জে অনুষাকে। তাঁরও ব্রেকআপ হয়েছে সম্প্রতি। ঘটনাচক্রে যিনি আবার রিয়ার ভাল বন্ধুও।