Bigg Boss 17: ‘জীবনে কিছুই তো দিলি না, অন্তত…’, অঙ্কিতার সঙ্গে প্রকাশ্যেই দুর্ব্যবহার স্বামীর!
Bigg Boss 17: খোদ সলমন খানও কিন্তু ভিকিকে এই বিষয়ে সতর্ক করেছেন। ভিকি নিজের মতামত অঙ্কিতার উপর চাপিয়ে দিয়েছেন, উঠেছে এই অভিযোগও। 'পয়সা দিয়েছি, ভালবাসা দিয়েছি'--- অঙ্কিতার প্রতি ভিকির এ হেন মন্তব্যেও উঠেছে বিতর্কের ঝড়।
সকলেই ভেবেছিলেন রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লার মতো বিগবসের ঘরে ঢুকে বাজিমাত করে দেবেন টেলিপাড়ার তথাকথিত পাওয়ার কাপল অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন। কিন্তু বাস্তবে তা হচ্ছে কই? বিগবসের এই সিজনে অংশ নেওয়ার পর থেকেই প্রকাশ্যেই অঙ্কিতাকে সকলের সামনে অপমান করে চলেছেন ভিকি, অন্তত এমনটাই অভিযোগ অঙ্কিতার ভক্তদের। শুধু অঙ্কিতার ভক্ত কেন? খোদ সলমন খানও কিন্তু ভিকিকে এই বিষয়ে সতর্ক করেছেন। ভিকি নিজের মতামত অঙ্কিতার উপর চাপিয়ে দিয়েছেন, উঠেছে এই অভিযোগও। ‘পয়সা দিয়েছি, ভালবাসা দিয়েছি’— অঙ্কিতার প্রতি ভিকির এ হেন মন্তব্যেও উঠেছে বিতর্কের ঝড়।
কেঁদে ফেলেছেন অঙ্কিতা, হ্যাঁ, সকলের সামনেই। শুধু কি তাই? শোনা যাচ্ছে ভিকি নাকি অঙ্কিতাকে বলেছেন, “জীবনে আমায় তো কিছু দিতেও পারলি না, অন্তত শান্তি দে।” এর পরেই ভিকির উপর বেজায় খাপ্পা নেটিজেনদের একটা বড় অংশ। কী করে নিজের স্ত্রীকে সকলের সামনে অপদস্থ করতে পারেন ভিকি, উঠেছে প্রশ্ন। উঠেছে সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গও। ভিকিকে বিয়ের আগে দীর্ঘ সময় প্রয়াত অভিনেতার সঙ্গে সম্পর্ক ছিলেন অঙ্কিতা। অনেকেরই বিশ্বাস, ‘সুশান্ত থাকলে এরকম ব্যবহার কখনওই করতেন না’। সলমন খান নিজেও ভিকির ব্যবহার নিয়ে তাঁকে সতর্ক করেছেন,এই ধরনের আচরণ যে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না, তাও জানিয়েছেন। আগামী দিনে ভিকি নিজেকে পরিবর্তন করেন কিনা, এখন সেটাই দেখার।
Vicky bhaiyya ko denge Salman jabardast #ShukravaarKaVaar. 🎯
Dekhiye #BiggBoss17, Mon-Fri 10PM & Sat-Sun 9PM sirf #Colors aur @JioCinema par. #BB17 #BiggBoss@Beingsalmankhan@HyundaiIndia @DaburIndia @TRESemmeIndia @iamappyfizz @Chingssecret @glancescreen… pic.twitter.com/PqtzBNX4nb
— ColorsTV (@ColorsTV) October 27, 2023