Chaiti Ghosal: মায়ের গন্ধ মাখা শাড়ি পরে এক বছরের পরলৌকিক কাজ করলেন চৈতি
Memories-Tollywood: মায়ের অত্যন্ত আপন ছিলেন চৈতি ও তাঁর বোন মিতালী। দু'জনেই শোকাহত।
আজ থেকে ঠিক এক বছর আগে মাকে হারিয়েছিলেন চৈতি ঘোষাল। সম্প্রতি রীতি মেনে মায়ের এক বছরের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন তিনি। সেই সঙ্গে ক্রমাগত চোখ ভিজল অভিনেত্রীর। মায়ের অত্যন্ত আপন ছিলেন চৈতি ও তাঁর বোন মিতালী। দু’জনেই আজ শোকাহত। মায়ের কিছু ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় চৈতি লিখেছেন…
ফেসবুকে চৈতি ঘোষাল লিখেছেন:
“এক বছর তুমি নেই… মা… তোমার হলুদ-সাদা গল্প ও রজনীগন্ধার মাঝে তুমি… পাশে বাবা… পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হল… হিউম্যান চেন রিমেন্স ফর এভার… জানো মা সবাই তোমার শাড়ি পরেছিল আজ… তোমার পছন্দের খাবার রান্না হয়েছিল… তুমি দেখেছ… কিন্তু ডাকঘরের অমলের মতো আমার নবীন চোখ তো নেই, তাই শুধু ভিতরো কম্পন অনুভব করছি…”
মা-বাবার জায়গা কেউ কখনওই নিতে পারে না। এই জায়গাটা তাঁদের জন্যই তোলা থাকে। বাবা শ্যামল ঘোষালকে দেখেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চৈতি। বাবার ছত্রছায়াতেই তিনি বড় হয়েছেন। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন শ্যামল। ছোটবেলায় তৃপ্তি মিত্রর কাছে অভিনয়ের অনেক কিছু শিখেছিলেন চৈতি। মা ছিলেন অত্যন্ত কাছের একজন মানুষ।
হাসিখুশি, সুন্দর মনের মানুষ ছিলেন চৈতি ঘোষালের মা। এক বছর তাঁকে ছেড়েই কাটিয়েছেন। এই শূন্যতা হয়তো পূরণ করা যায় না। কেউ হয়তো পূরণ করতে পারেনও না। কিন্তু তাও জীবন এগিয়ে যায় নিজের মতো করে। একটা বৃত্ত সম্পূর্ণ করে। ওই যে চৈতি লিখেছেন, ‘হিউম্যান চেন রিমেন্স ফর এভার।’