মাস খানেক আগে কলকাতায় বিয়ে করেন হিন্দি ধারাবাহিকের দুই অভিনেতা দেবিনা বন্দ্য়োপাধ্যায় ও গুরু চৌধুরী। তারপর খবর আসে দেবিনা অন্তঃসত্ত্বা। আজ (০৪.০৩.২০২২) তাঁদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে দেবিনা-গুরুর। সুখবর জানিয়েছেন গুরু নিজে। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন গুরু নিজে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, “এই পৃথিবীতে আমরা আমাদের কন্যা সন্তানকে স্বাগত জানালাম।”
সেই সঙ্গে শেয়ার করেছেন দারুণ একটি মিষ্টি ভিডিয়ো।
কিছুদিন আগে সাধের এক গুচ্ছ ছবি শেয়ার করেছিলেন দেবিনা। সেখানেই তিনি লেখেন, “সাধের ইংরেজি মানে ইচ্ছে। এক অন্তঃসত্ত্বা মহিলার খাবারের ইচ্ছে যা কিনা তাঁর মায়ের বাড়ি থেকে উদযাপিত হয়। বাইরের দেশে একে বলা হয় বেবি শাওয়ার, উত্তর ভারতে বলা হয় গোদ ভারাই আর আমরা বাঙালিরা বলি সাধ। আমার যদিও এই গোটা সময়ে কোনও একটি বিশেষ জিনিস খেতে ভাল লেগেছে এমনটা নয়, তাই আমার মা আমার জন্য সব কিছুই রেঁধে এনেছে।”
কেরিয়ারের পিকে থেকেও চুপিসারে বিয়ের সিদ্ধান্ত মোটেও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের ক্ষেত্রে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তাঁরা। জি-ফাইভের দ্য ওয়াইফ সিরিজে শেষ দেখা গিয়েছে গুরমিতকে। তবে এখন শুধুই আগামীর অপেক্ষা। আর মাত্র কয়েক মাসের মধ্যে আসছে সে।
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: মৃত অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে কী হতে চায়? TV9 বাংলাকে যা বলল সাইনা…