ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘ব্লু টিক’ থাকার অর্থ সেই অ্যাকাউন্ট ভেরিফায়েড। ‘ব্লু টিক’ সহ যে সব অ্যাকাউন্ট রয়েছে, তা থেকে শেয়ার হওয়া কোনও তথ্য বা ছবি ভুয়ো নয়, এমনটাই মনে করা হয়। খুব সহজে এই ‘ব্লু টিক’ যে কেউ নিজের অ্যাকাউন্টে দিতে পারেন না। কিছু নির্দিষ্ট কার্য কারণ রয়েছে। মূলত কত সংখ্যক ফলোয়ার্স তার উপর নির্ভর করে। অভিনেত্রী দেবলীনা কুমারের ফেসবুক অ্যাকাউন্ট সদ্য ‘ব্লু টিক’ পেল। সেই খবর শেয়ার করে একটি মজার পোস্ট করেছেন দেবলীনা।
হিন্দি ভাষায় অথচ রোমান হরফে দেবলীনা লিখেছেন, ‘কিছু লোক বলবে ভেরিফায়েডও বাবা করিয়ে দিয়েছে। তাঁদের জ্বলন্ত হৃদয় হয়তো এতে শান্ত হবে। তবে ভেরিফিকেশন আমার নিজের জন্যই হয়েছে। কেউ আমার জন্য এটা করে দেয়নি। সুতরাং আমি নিজেকেই ধন্যবাদ দেব।’
দেবলীনার বাবা দেবাশিস কুমার দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। ফলে তাঁর হাতে কিছু ক্ষমতা থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু ফেসবুক প্রোফাইলের ভেরিফিকনেও তাঁর হাত থাকবে, এমন অনেকে বলবেন, এটা কেন মনে হল দেবলীনার?
দেবলীনার সেই পোস্ট।
TV9 বাংলাকে এ বিষয়ে দেবলীনা বললেন, “আসলে ছোটবেলা থেকেই শুনে আসছি আমার সব কিছুই বাবা করে দেয়। সিবিএসই মানে দিল্লি বোর্ডের পরীক্ষায় সাইকোলজিকতে অল ইন্ডিয়া থার্ড ছিলাম। সেটাও বাবা করে দিয়েছিলেন বলতেন অনেকে। আমি যেটুকু কাজ করেছি, খুব কমই করেছি, তবুও যেটুকু সবটাই বাবা করে দিয়েছেন বলেন লোকে। তাই অ্যাকাউন্ট ভেরিফিকেশও বাবা করিয়ে দিয়েছেন, এ বার হয়তো সেটাও শুনব।”
বিবাহ সূত্রে উত্তম কুমারের নাত বৌ দেবলীনা। তাঁর স্বামী গৌরব চট্টোপাধ্যায়ও অভিনেতা। একদিকে বাবা যেমন দাপুটে রাজনীতিবিদ, তাঁর শ্বশুরবাড়িও ফিল্ম ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অংশ। তাই শ্বশুরবাড়ির সূত্রে কাজ পাচ্ছেন, এমন কখনও শুনতে হয়েছে? হেসে দেবলীনার জবাব, “সেটা এখনও শুননে হয়নি। তবে শুনলেও অবাক হব না। দুঃখও পাব না। এটাতে অভ্যস্ত আমি।”
আরও পড়ুন, জন্মদিনে একটি বিশেষ নিয়ম মেনে চলেন মল্লিকা, কী জানেন?