AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিনে একটি বিশেষ নিয়ম মেনে চলেন মল্লিকা, কী জানেন?

Celebrity Birthday: এই মুহূর্তে ‘ধ্রুবতারা’ এবং ‘রিমলি’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। গতকাল ‘ধ্রুবতারা’র মেকআপ রুমে তাঁর জন্য সেলিব্রেশনের আয়োজন করেছিলেন সহকর্মীরা।

জন্মদিনে একটি বিশেষ নিয়ম মেনে চলেন মল্লিকা, কী জানেন?
মল্লিকা মজুমদার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 2:33 PM
Share

জন্মদিন। সকলের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী মল্লিকা মজুমদারও। আজ বুধবার তিনি বার্থ ডে গার্ল। জন্মদিনে একটা বিশেষ নিয়ম পালন করেন মল্লিকা। আজও তার ব্যতিক্রম হয়নি।

এ দিন মল্লিকা TV9 বাংলাকে বললেন, “পৃথিবীর যেখানেই থাকি জন্মদিনের সকাল মায়ের সঙ্গে জলখাবার খাওয়া দিয়ে দিনটা শুরু করতে হয়। পরোটা, আলুর তরকারি, রস মালাই ছিল আজকের ব্রেকফাস্ট। আর দুপুরে পাঁচ রকম ভাজা, ডাল, ইলিশ মাছ, মাটন, ফিরনি, আম থাকবে।” সাধারণত জন্মদিনে শুটিং করেন না। প্রতিদিনের ব্যস্ততা থেকে ছুটি নেন। বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনও হয় আগে অথবা পরে প্ল্যান করেন। এই দিনটা মায়ের জন্য।

মল্লিকা জানালেন, অনেক ভাগে তাঁর জন্মদিনের সেলিব্রেশন হয়। তাঁর কথায়, “গত বৃহস্পতিবার থেকে সারপ্রাইজ বার্থডে ট্রিট শুরু হয়েছে। আমি বাজার করতে গিয়েছিলাম, দেখলাম আমার দুই বন্ধু চান্দ্রেয়ী আর অদিতি দাঁড়িয়ে আছে। এত সারপ্রাইজড হয়েছিলাম, অনেকক্ষণ কথা বলতে পারিনি।”

এই মুহূর্তে ‘ধ্রুবতারা’ এবং ‘রিমলি’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। গতকাল ‘ধ্রুবতারা’র মেকআপ রুমে তাঁর জন্য সেলিব্রেশনের আয়োজন করেছিলেন সহকর্মীরা। কেক কেটে সেলিব্রেট করেছেন সকলে। প্রত্যেক শিল্পী নাকি একটা করে গোলাপ ফুল উপহার দিয়েছেন তাঁকে। সেটা তাঁর কাছে পরম পাওয়া।

মল্লিকা আরও জানান, আরও একটি ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। শুটিংও শুরু হয়ে গিয়েছে। এ ছাড়াও একটি ওয়েব সিরিজের অফার রয়েছে। কিন্তু এই দুটোর নাম এখনই প্রকাশ করতে চাইলেন না অভিনেত্রী।

আরও পড়ুন, Chocolate Day Special: চকোলেট যখন ঘায়েল করে তিন সেলেবকে, কী শেয়ার করলেন স্বস্তিকা দত্ত, ঋ আর রুকমা রায়?