Devlina Kumar: ‘ঢাকেতে পরেছে কাঠি, পুজো হবে ফাটাফাটি’, মহালয়ায় আসছেন দেবলীনা
Devlina Kumar: মহালয়ার অনুষ্ঠানের লুক দেবলীনা বুধবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কোনও এক দেবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
পুজো আসছে। দুর্গাপুজো। কী ভাবে বুঝবেন? একটু একটু করে বদলাবে রোদ্দুরের রং। ভোরের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতি। কুমোর পাড়ায় বাড়বে ব্যস্ততা। আর ফাইনাল বেল পড়বে মহালয়ার ভোরে।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়। তবে দুর্গাকে ঘিরে আলাদা উৎসাহ থাকেই। দুর্গার সাজ-পোশাক নিয়ে জল্পনা চলতেই থাকে। কালার্স বাংলা চ্যানেলে এ বছর দুর্গার ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। আর সেই চ্যানেলেই মহালয়ার অনুষ্ঠানে থাকছেন দেবলীনা কুমার।
মহালয়ার অনুষ্ঠানের লুক দেবলীনা বুধবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কোনও এক দেবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকেতে পরেছে কাঠি, পুজো হবে ফাটাফাটি। পুজো পুজো কত আশা, ইচ্ছে পূরণের অভিলাশা। পূজার বাঁশি বাজে দূরে মা আসছেন বছর ঘুরে শিউলির গন্ধে আগমনী কাশের বনে জয়ধ্বনি নীল আকাশে মাকে খুঁজো হাসি খুশি কাটুক পুজো।’
View this post on Instagram
নাচ দেবলীনার প্রথম ভালবাসা। অনেক ছোট থেকে নাচের তালিম নিয়েছেন তিনি। বর্তমানে রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। মহালয়ার অনুষ্ঠানে অভিনয়ের পাশাপাশি দেবলীনার নাচও থাকতে পারে বলে মনে করছেন অনুরাগীরা।
টলি পাড়ায় নিজস্ব অভিনয়ের কাজ ছাড়াও দেবলীনা যে কারণে শিরোনামে থাকেন, তা হল তাঁর ফিটনেস। দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত।
তবে দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা। ইদানিং ফের জিমে যাওয়া শুরু করেছেন। পাশাপাশি চলছে সাইকেল চর্চাও।
আরও পড়ুন, Ushasi Ray: ঊষসী রায়ের ‘চোরাবালি’, কেমন সেই অভিজ্ঞতা?