Durga Puja 2021: মহিষাসুরমর্দিনী রূপে কেমন লাগছে দিতিপ্রিয়াকে? দেখুন প্রথম ঝলক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 16, 2021 | 3:56 PM

করোনাকালেও তার ব্যতিক্রম হয়নি। কোন চ্যানেলে কে হবেন দুর্গা তা নিয়ে জল্পনা চলছিল বিগত বেশ কিছু মাস ধরেই। কালারস বাংলায় দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক, জি-বাংলায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Durga Puja 2021: মহিষাসুরমর্দিনী রূপে কেমন লাগছে দিতিপ্রিয়াকে? দেখুন প্রথম ঝলক
মহিষাসুরমর্দিনী রূপে আসছেন দিতিপ্রিয়া

Follow Us

ঘুমচোখে রেডিয়োর নব ঘোরাতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অমোঘ কণ্ঠস্বর প্রতি মহালয়ায় জানান দেয়, ‘পুজো এসে গেছে’। পরিষ্কার আকাশে পেঁজা তুলো মনে করিয়ে দেয় শপিং হয়নি এখনও। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বেসরকারি চ্যানেলের মহালয়ার ভোরের অনুষ্ঠানের ‘দুর্গা’দের উপস্থিতিও স্মরণ করায় ‘মা আসছে’।

করোনাকালেও তার ব্যতিক্রম হয়নি। কোন চ্যানেলে কে হবেন দুর্গা তা নিয়ে জল্পনা চলছিল বিগত বেশ কিছু মাস ধরেই। কালারস বাংলায় দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক, জি-বাংলায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর বেসরকারি চ্যানেলের বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বী স্টার জলসায় কাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে, তা নিয়ে চলছিল একগুচ্ছ জল্পনা।

মাস খানেক আগেই টিভিনাইন বাংলাই প্রথম জানিয়েছিল ওই চ্যানেলে দুর্গারূপে দেখতে পাওয়া যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। সেই খবরেই অবশেষে লাগল শিলমোহর। স্টার জলসার মহিষাসুরমর্দিনী রূপে আসছেন তিনি। বৃহস্পতিবারই মুক্তি পেল সেই অনুষ্ঠানের প্রথম ঝলক। নেটিজেনদের জানান দিয়ে গেল, পুজোর আর মাস খানেক।

হাতে পদ্ম, লাল বেনারসী, মুখে চোখে এক অদ্ভুত প্রশান্তি, আবার ঠিক পরমুহূর্তেই ত্রিনয়ন থেকে উপচে পড়ছে ক্ষোভ, রাগ… হ্যাঁ, ঠিক এভাবেই দুর্গা হয়ে এলেন দিতিপ্রিয়া। নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে। চলছে আলোচনা-সমালোচনা। কোন ‘দুর্গা’র লুক পারফেক্ট, আর কেই বা খানিক পিছিয়ে তা নিয়েও নিজেদের মধ্যে কমেন্ট বক্সে বিতর্ক বজায় রেখেছেন নেটিজেন। বাকি দুই অভিনেত্রীর তুলনায় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। এর আগে দুর্গা হয়েছেন মাত্র একবার। তাই তাঁকে নিয়ে যে চর্চা বেশি, তার প্রমাণ কমেন্ট বক্স।

এর আগে জি-বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছে তাঁকে। আবারও কখনও বা পার্বতী হয়ে ওই চ্যানেলে ধরা দিয়েছেন তিনি। চ্যানেলটির জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণীর মুখও ছিলেন তিনি। কিন্তু প্রতিদ্বন্দ্বী চ্যানেলে দিতিপ্রিয়ার দুর্গা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চলছিল নানা জল্পনা। এ সবের জল্পনার মাঝেই দিতিরপিয়া আপাতত মুম্বইয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক অ্যান্থোলজির কাজ নিয়ে বেশ ব্যস্ত তিনি।
প্রসঙ্গত, রাসমণীর অধ্যায় শেষ হওয়ার পর থেকেই নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন দিতিপ্রিয়া। আপাতত হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে তাঁর। পাভেলের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করবেন তিনি। সে প্রসঙ্গে আগেই বলেছিলেন, “পাভেলদার সঙ্গে একটা ছবি করছি আমি। কনট্র্যাক্টও সাইন হয়ে গিয়েছে। দারুণ লেগেছে স্ক্রিপ্টটা। আপাতত এটুকু। বাকিটা কয়েকদিন পরে জানাব।”

ইমেজ ভেঙে বেরনোর প্রচেষ্টা তাঁর ইনস্টা প্রোফাইলে দেখা দিয়েছিল বিগত বেশ কিছু মাস ধরেই। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, বড় বড় প্রযোজকরা আগাম জানাচ্ছেন, দিতিপ্রিয়াই নাকি টলিউডের ‘নেক্সট বিগ থিং’।

আরও পড়ুন- Ditipriya Roy: আবারও বলি-উড়ান দিতিপ্রিয়ার, সঙ্গী ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক

 

Next Article