Ei Poth Jodi Na Sesh Hoy: উর্মির সামনে এখন নতুন লড়াই, সাত্যকির ট্যাক্সিই এখন ভরসা, মহাপর্বে নয়া চমক

Serial Update: উর্মি হেরে যাবে এটা তো হয় না! মেনে না নিতে পেরেই নিজেই পায়ে হেঁটে উর্মির মনে ভরসা ফেরায় সাত্যকি।

Ei Poth Jodi Na Sesh Hoy: উর্মির সামনে এখন নতুন লড়াই, সাত্যকির ট্যাক্সিই এখন ভরসা, মহাপর্বে নয়া চমক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 2:38 PM

উর্মির জীবনে নতুন পথচলা শুরু। পরিবারের ওপর দিয়ে একের পর ঝড় বয়ে গিয়েছে বিগত কয়েক মাসে। কখনও প্রাণের ঝুঁকি, কখনও আবার খুব কাছের মানুষের নতুন রূপ, মানসিকভাবে ভেঙে পড়া উর্মির সামনে বাস্তবটা ভীষণভাবে পাল্টে যেতে দেখা যায়। তবে হেরে যাওয়ার পাত্রী সে নয়। সাত্যকিকে নিজের পায়ে হাঁটতেই হবে। তার জন্য শতচেষ্টা করে চলেছে সে। গালে সপাচে চড়ও তাকে থামাতে পারেনি। যদিও সাত্যকি প্রথম থেকেই চেয়ে এসেছিল উর্মিকে নতুন জীবন দিতে। কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতি সামাল দিতে শেখাতে চেয়েছিল।

সেই উর্মি হেরে যাবে এটা তো হয় না! মেনে না নিতে পেরেই নিজেই পায়ে হেঁটে উর্মির মনে ভরসা ফেরায় সাত্যকি। তবে অপেক্ষায় এখন আরও বড় লড়াই। অভাবের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই, স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই। হাসপাতালের বিল থেকে শুরু করে পরিবারের পাশে দাঁড়ানো, সাত্যকিকে বাড়িতে রাখতে, তাকে সেবা করে সুস্থ করে তুলতে উর্মি এবার পথে নামবে। অস্ত্র তার বাহন, সাত্যকির সাধের ট্যাক্সি। যা চালিয়েই এতদিন সবটা সামলে ছিল সে। উর্মিকেও সেই ট্যাক্সি চালাতে শিখিয়েছিল সাত্যকি।

এর বাইরে আর কোনও কাজই জানা নেই উর্মির। সেই কারণেই এবার সাত্যকির ট্যাক্সি নিয়েই পথে নামছে সে। শুরু নতুন লড়াই। আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিল উর্মি। সাত্যকিকে বেশ কিছুমাস থাকতে হবে বিশ্রামে। তাই সে বর্তমানে ট্যাক্সি চালাতে পারবে না। তাই তড়িঘড়ি কঠিন সিদ্ধান্ত নিয়ে রাস্তায় এখন উর্মি। এই পথে এবার কোন বিপদ লুকিয়ে, সত্যি কি পারবে উর্মি রাস্তায় যাত্রীদের নিয়ে নিত্য লড়াইয়ে সামিল হতে! সোমবার জি বাংলার ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের মহাপর্বে শুরু উর্মির নতুন পথচলা।