Nabanita Das: দেবের নকল করে নজর কাড়লেন নবনীতা, দেখা মাত্রই নেটদুনিয়ার অনুরোধ…
Inside Story: জিতু কামাল ও নবনীতা দাস যে বৈবাহিক জীবনে ইতি টানতে চলেছেন, তা এক কথায় বলতে গেলে সকলেরই এখন জানা। এই সত্যি দুই স্টারই নিজ নিজ কায়দায় স্বীকার নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী নবনীতা দাস। তবে তিনি বারবার নিজের বিষয় একটা কথা স্পষ্ট করে দেন, খুব একটা গুছিয়ে লেখা বা কথা বলা তাঁর আসে না। তাই বলে ক্যাপশনে কেবলই Emni… লিখে ছেড়ে দিলেন অভিনেত্রী! বাংলা সিনেপাড়ায় এই ট্রেন্ড এনেছেন অভিনেতা দেব। তাঁর প্রতিটা পোস্টেই অধিকাংশ সময় ক্যাপশনে লেখা থাকে Emni…। এটাই দেবের বিশেষত্ব। এখন কেউ এই কমেন্ট দেখলেই মন্তব্য করে বসেন, তা অভিনেতা দেবেরই যেন ছাপ কিংবা নকল। এবার সেই একই ক্যাপশন লিখে নজর কাড়লেন নবনীতা দাস। হাতে শাঁখা পলা, শাড়ি পরে মিষ্টি লুকে ধরা দিলেন অভিনেত্রী। তাঁকে সোশ্যাল মিডিয়ায় হাজির হতে দেখেই ভক্তদের আবারও সেই একই অনুরোধ।
জিতু কামাল ও নবনীতা দাস যে বৈবাহিক জীবনে ইতি টানতে চলেছেন, তা এক কথায় বলতে গেলে সকলেরই এখন জানা। এই সত্যি দুই স্টারই নিজ নিজ কায়দায় স্বীকার নিয়েছেন। তবে এই সত্যি মানতে নারাজ এখন ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁদের এই বিবাহ বিচ্ছেদের খবর। তবুও এখনও সব শেষ হয়ে যায়নি। বারবার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে এসে ভক্তরা বলে যাচ্ছেন।
শুভাকাঙ্খীরা নবনীতা দাসকে এসে উপদেশ দিয়ে গেলেন তিনি যেন একবার ভেবে দেখেন। কেউ কেউ জানালেন, হটকারিতায় কোনও সিদ্ধান্ত যেন তিনি না নেন। সবটা যেন ঠিক করে নেন তাঁরা। যদিও নবনীতা বারবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা রাতারাতি এই সিদ্ধান্ত নেননি, বহু ভেবে চিন্তে তবে এই সিদ্ধান্ত নেওয়া। ফলে ভেবে দেখার কিছু নেই। তাঁরা নিজেদের জীবন নিয়ে এমন কিছু করবেন না, যাতে তাঁদের সমস্যা হয়। ফলে তাঁরা যা করছেন, সবটাই ভেবেই করছেন বলে দাবী অভিনেত্রীর।