Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের সাত মাস পর হনিমুনে গেলেন গওহর-জইদ, কোথায় জানেন?

গত বছর ডিসেম্বরে নিকাহ করেন গওহর এবং জইদ দরবার। জইদ সম্পর্কে সুরকার ইসমাইল দরবারের ছেলে।

বিয়ের সাত মাস পর হনিমুনে গেলেন গওহর-জইদ, কোথায় জানেন?
গওহর-জইদ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 9:49 AM

অবশেষে! করোনা সংক্রমণ কিছুটা কমতেই, নিয়ম বিধি খানিক শিথিল হতেই মধুচন্দ্রিমা যাপনে বিদেশ পাড়ি দিলেন অভিনেত্রী গওহর খান এবং স্বামী জইদ দরবার। বিয়ের সাত মাস পর হনিমুনে গিয়ে শেয়ার করলেন ভালবাসার মিষ্টি ছবিও।

উজ্জ্বল হলুদ রঙের টপ আর ব্লু ডেনিমে গওহর যেন আরও উজ্জ্বল। হাজার হোক, হনিমুন বলে কথা! কোথায় গেলেন তাঁরা? গওহরের ইনস্টা বলছে বিশেষ ট্রিপের জন্য স্বামী-স্ত্রী বেছে নিয়েছেন রাশিয়ার মস্কোকেই। বিখ্যাত সেন্ট বেসিল ক্যাথিড্রালের সামনে থেকেও ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের। ছবি শেয়ার করে গওহর লিখেছেন, ‘মস্কোতে ভালবাসা’। কমেন্ট বক্সে আবার ভালবাসা এঁকে দিয়েছেন জইদ।

আরও পড়ুন- Indian Idol 12: গ্র্যান্ড ফিনালের বাকি মাত্র কিছুদিন, প্ল্যান ফাঁস করলেন আদিত্য

কমেন্ট করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে নেটিজেন। কেউ লিখেছেন ‘কিউটি’ আবার কেউ বা কামনা করেছেন স্বপ্নের মতো সুন্দর ট্রিপের। গত বছর ডিসেম্বরে নিকাহ করেন গওহর এবং জইদ দরবার। জইদ সম্পর্কে সুরকার ইসমাইল দরবারের ছেলে। জইদ বয়সে গওহরের থেকে প্রায় দশ বছরের ছোট। যদিও বয়স তাঁদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও। তবে হতে হয়েছে ট্রোল। কিছু দিন আগেই বিয়ের ছয় মাস পূরণ উদযাপন করেছেন তাঁরা। জইদ-গওহরের বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং মনীশ মলহোত্রর মতো বলিস্টারেরা। ট্রোল-মিমি থেকে শতহস্ত দূরে তাঁরা আপাতত রাশিয়ায়, সঙ্গে শুধুই ভালবাসা।

View this post on Instagram

A post shared by GAUAHAR KHAN (@gauaharkhan)