AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gouri Elo Trolling: ‘পুরো মঞ্জুলিকা’, নয়া লুকে চরম কটাক্ষ ‘গৌরী এলো’

Bengali Serial: সম্প্রতিতেই ধারাবাহিককে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবার হাজির নয়া লুক। এ কী কাণ্ড? গৌরীকে দেখে রীতিমত মেজাজ হারালেন ভক্তরা।

Gouri Elo Trolling: 'পুরো মঞ্জুলিকা', নয়া লুকে চরম কটাক্ষ 'গৌরী এলো'
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 12:08 PM
Share

সপ্তাহের পর সপ্তাহ ধারাবাহিকের তালিকায় সেরা স্থানটি দখল করে রেখেছিল গৌরী এলো। তবে খুব বেশিদিন সেই স্থান দখল করে রাখতে পারেনি এই ধারাবাহিক। শুরু থেকেই চর্চার কেন্দ্রে থাকা এই ধারাবাহিক নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। দিন দিন পাল্টে যাচ্ছে ধারাবাহিকের প্লট। যা রীতিমত মানতে নারাজ ভক্তদের একাংশ। বারে বারে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা নয়া নয়া প্রোমো সামনে আসতেই। শৈলজার চরিত্রে ঠিক যেন কটকটির ছাপ। সম্প্রতিতেই ধারাবাহিককে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবার হাজির নয়া লুক। এ কী কাণ্ড? গৌরীকে দেখে রীতিমত মেজাজ হারালেন ভক্তরা।

যোগিনী লুকে এ কেমন মেকআপ? ধারাবাহিক বন্ধের দাবিও তুললেন অনেকে। হিন্দি ছবি ভুল ভুলাইয়া-র সূত্র টেনে অনেকেই বললেন, ‘এ যেন ঠিক মঞ্জুলিকা’।  কেউ লিখলেন, গৌরীকে দেখে আমার তো যোগিনী কম, মঞ্জুলিকা বেশি লাগছে। কেউ লিখলেন, দয়া করে শেষ করুন, আমরা বাঁচতে চাই। এই সিরিয়ালটা কোনওদিন দেখলাম না। প্রোমো দেখেই হৃদয়টা কেমন যেন ভেতর থেকে বেরিয়ে আসে। কারও কথায়, এ তো পুরো মঞ্জুলিকা লাগছে। যদিও ধারাবাহিক টিআরপির তালিকায় নিজের জায়গা দখল করে রেখেছে এখনও সেরা ৫-এই।

প্রসঙ্গত, গত সপ্তাহে চমকে দিয়েছিল ‘জগদ্ধাত্রী’। এক ধাক্কায় ‘অনুরাগের ছোঁয়া’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রথমে। এই সপ্তাহেও হল ঠিক তাই। এবারেও আর টপার হওয়া হল না ‘অনুরাগের ছোঁয়া’র। নম্বর আরও কমল ওই ধারাবাহিকের। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৭.৭। অন্যদিকে এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৮.২। প্রথম হয়েছে সে, ‘অনুরাগ…’ দ্বিতীয়। ওদিকে তৃতীয় স্থানে জায়গা করেছে ‘গৌরী এলো’।