আজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। এমন দিনে সোশ্যাল ওয়ালে বহু সেলেবই সাইকেল চড়া ছবি পোস্ট করেছেন। কেউ বা সাইকেলের সামনে দাঁড়িয়ে ছবি তুলে আপডেট দিয়েছেন। এমন দিনে দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) আপডেট দেবেন না, তা আবার হয় নাকি?
আসলে বাইসাইকেল ডে-তে গৌরব এবং দেবলীনার আপডেট দেওয়ার বিশেষ কারণ রয়েছে। করোনা আতঙ্ক এবং লকডাউনের সময় বাইসাইকেল তাঁদের অন্যতম সঙ্গী। তার কারণও খুব স্পষ্ট।
দেবলীনা এবং গৌরব দু’জনেই ফিটনেস ফ্রিক। ফিট থাকাটা তাঁদের নেশা। হ্যাঁ, পেশার তাগিদেও ফিট থাকতে হয় বৈকি! তবে শরীরচর্চা করতে ভালবাসেন তাঁরা। করোনা আতঙ্কের আগে জিমে দিনের অনেকটা সময় কাটাতেন এই জুটি। কিন্তু লকডাউনের ফলে জিম বন্ধ। তাই জিমে গিয়ে শরীরচর্চা হচ্ছে না। সেজন্য শরীরচর্চার অভ্যেস বাতিল করেননি তাঁরা। বেছে নিয়েছেন বাইসাইকেল। বন্ধুদের সঙ্গে নিয়ে প্রতিদিন বাইকেলে পাড়ি দেন অনেকটা পথ। সাইকেল চালিয়েই শরীর ফিট রাখেন তাঁরা।
কখনও বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি, কখনও শহরের পথে একা একা সাইকেল চালানো, কখনও বা নিত্য ব্যবহারের সাইকেল স্ট্যান্ডে রেখে ছবি তুলেই শেয়ার করেছেন তাঁরা। আজকের দিনে অনেক বাইসাইকেল প্রেমীর নস্টালদিয়া উস্কে দিয়েছেন দম্পতি।
আরও পড়ুন, ‘কেরিয়ারে বিবেক কোনও সাহায্য করেনি’, বিস্ফোরক ভাই অক্ষয়