AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেরিয়ারে বিবেক কোনও সাহায্য করেনি’, বিস্ফোরক ভাই অক্ষয়

‘গুরগাঁও’, ‘কালাকান্ডি’-র মতো ছবিতে অক্ষয়ের পারফরম্যান্স দর্শক মনে রাখবেন। ফিল্মি পরিবারের সন্তান হয়েও কেরিয়ারের ক্ষেত্রে পরিবারের তরফে কোনও সাহায্য পাননি। সে কারণে কিছুটা হলেও ক্ষোভ রয়েছে অক্ষয়ের।

‘কেরিয়ারে বিবেক কোনও সাহায্য করেনি’, বিস্ফোরক ভাই অক্ষয়
বিবেক এবং অক্ষয়।
| Updated on: Jun 03, 2021 | 4:32 PM
Share

অক্ষয় ওবেরয় (Akshay Oberoi)। বেশ কিছু হিন্দি ছবিতে অভিনেতাকে দর্শক দেখেছেন। কিন্তু তিনি যে অভিনেতা বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) তুতো ভাই, এ কথা হয়তো অনেকেই জানেন না। কিন্তু বিবেক অথবা তাঁর বাবা সুরেশ ওবেরয় যিনি সম্পর্কে অক্ষয়ের কাকা, তাঁদের কোনও প্রভাবই নাকি অক্ষয়ের কেরিয়ারে নেই। সদ্য এক সাক্ষাৎকারে এমন দাবিই করলেন অক্ষয়।

‘গুরগাঁও’, ‘কালাকান্ডি’-র মতো ছবিতে অক্ষয়ের পারফরম্যান্স দর্শক মনে রাখবেন। ফিল্মি পরিবারের সন্তান হয়েও কেরিয়ারের ক্ষেত্রে পরিবারের তরফে কোনও সাহায্য পাননি। সে কারণে কিছুটা হলেও ক্ষোভ রয়েছে অক্ষয়ের।

সাক্ষাৎকারে অক্ষয় বলেন, “যাঁরা আমাকে চেনেন, আমার জার্নির কথা জানেন, তাঁদের নতুন করে বলার প্রয়োজন নেই যা করেছি সবটাই একার চেষ্টায়। হ্যাঁ, এটা ঠিক সুরেশ কাকা বা বিবেক অভিনয় করে, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওরা আমাকে কোনও সাহায্য করেনি। এর কারণ আমি আজও জানি না। হয়তো ওদের সাহায্য আমার কাজে লাগত, হয়তো বা লাগত না।”

অক্ষয় মনে করেন, সুরেশ এবং বিবেক সাহায্য না করায় তাঁর আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। হয়তো কারও সাহায্য পেলে সেটা তৈরি হত না। তিনি মনে করেন, জিনগত ভাবে অভিনয় তাঁর রক্তে। আর কাজ ভালবাসেন বলেই এখনও টিকে রয়েছেন। যতবার ব্যর্থ হয়েছেন, যত ফ্লপ হয়েছে তাঁর ছবি, কাজের প্রতি ভালবাসা না থাকলে অনেকদিন আগেই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতেন। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম আ্যামাজ়নে ‘ইনসাইড এজ’-এর তৃতীয় সিজনে দেখা যাবে অক্ষয়ের অভিনয়।

আরও পড়ুন, একটা কাজ দেবেন? তরুণীর টুইটের জবাবে রাজ বললেন…