‘মথুরবাবু’র জার্নি শেষ, ‘কাজটা করেই পালিয়ে এসেছি’, বললেন গৌরব

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 21, 2021 | 7:19 PM

Gourab Chatterjee: কিছুদিন আগেই চার বছরের জার্নি শেষ করে বেরিয়ে গেলেন পর্দার রানিমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই ধারাবাহিকে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এ বার শেষ হল মথুরবাবু হিসেবে গৌরবের জার্নি। তিনিও এই ধারাবাহিকে অভিনয় করে বহু প্রশংসা পেয়েছেন। একে একে প্রথম দিকের চরিত্রের জার্নি শেষ হওয়ায় কি কোথাও দর্শকের উপর তার প্রভাব পড়বে?

‘মথুরবাবু’র জার্নি শেষ, ‘কাজটা করেই পালিয়ে এসেছি’, বললেন গৌরব
মথুরবাবুর লুকে গৌরব। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

তিন বছর। নেহাত কম সময় নয়। এতগুলো দিন কোনও একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকা মানে আক্ষরিক অর্থেই পরিবারের অনুভূতি। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। এতগুলো দিন ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’-এর সঙ্গে জড়িয়েছিলেন তিনি। রাসমণির জামাই মথুরবাবুর চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। আজ শনিবার শেষ হল তাঁর অংশের শুটিং।

শেষ শট, অবশ্যই ইমোশনাল হয়ে পড়েছিলেন গৌরব। কিন্তু সেই ইমোশন প্রকাশ করতে বড় কুণ্ঠাবোধ হয় তাঁর। এমনকি সহকর্মীদের কোনও ফেয়ারওয়েলের আয়োজনও করতে দেননি তিনি। এ প্রসঙ্গে TV9 বাংলাকে গৌরব বললেন, “আমি ফেয়ারওয়েল চাইনি। আমার যত ইমোশন, সব মনে আছে। আমি আসলে এসকেপিস্ট। আমাকে ঘিরে এ সব হলে আমি অকোয়ার্ড হয়ে যাই। তাই কাজটা করেই পালিয়ে এসেছি।” আগামী দু-তিন দিনের মধ্যেই তাঁর চরিত্রের শেষ সম্প্রচার হবে বলে জানালেন অভিনেতা।

ইতিহাস নির্ভর গল্পে কাজ করতে গিয়ে অভিনেতা হিসেবে নিজে সমৃদ্ধ হয়েছেন বলে জানালেন গৌরব। তাঁর কথায়, “টেলিভিশনে আমার করা কাজের মধ্যে এটা সবথেকে বড় কাজ। অভিনেতা হিসেবে এনরিচড হয়েছি। আমার কো অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার রাখীদি, যাঁর স্ত্রিপ্ট, ওয়ান লাইনার দেখে শিখেছি। গল্প যখন চেঞ্জ হচ্ছে তখন আমাদের সঙ্গে বসে আলোচনা করাতে শিখতে পেরেছি। বেশ কিছু বই পড়েছি।”

আজ কতটা ইমোশনাল অভিনেতা?

কিছুদিন আগেই চার বছরের জার্নি শেষ করে বেরিয়ে গেলেন পর্দার রানিমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই ধারাবাহিকে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এ বার শেষ হল মথুরবাবু হিসেবে গৌরবের জার্নি। তিনিও এই ধারাবাহিকে অভিনয় করে বহু প্রশংসা পেয়েছেন। একে একে প্রথম দিকের চরিত্রের জার্নি শেষ হওয়ায় কি কোথাও দর্শকের উপর তার প্রভাব পড়বে? এ প্রশ্নের উত্তরে গৌরব বললেন, “টেলিভিশনে অভিনয়ের কাজটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বহু অভিনেতা জায়গা করে নিয়েছেন। তাঁদের আলাদা ক্রাউড আছে তো বটেই। কিন্তু আমার মনে হয়, গল্পটাই আসল। মানুষের পছন্দটাও নির্ভর করে গল্পের উপর। এই ধারাবাহিকেও অনেক ঘটনা আসতে চলেছে। খুব ভাল ভাল অভিনেতারা কাজ করছেন। ফলে আমার মনে হয় দর্শকের গল্প এবং বাকি অভিনেতাদের কাজ নিশ্চয়ই ভাল লাগবে।”

রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবিতে অভিনয় করেছেন গৌরব। আপাতত তার ডাবিং নিয়ে ব্যস্ত থাকবেন। পরের কী কাজ আসছে? গৌরব শেয়ার করলেন, “এখনও কনফার্ম কিছু নয়। দুটো ওয়েবের কথা হয়েছে। কনটেম্পোরারি, যেমন ওয়েব হয় আর কি..। টেলিভিশনেরও একটা কথা হয়েছিল। দেখা যাক…।”

গৌরব ফিটনেস ফ্রিক, এ কথা টলিউডের সকলেই জানেন। দিনের অনেকটা সময় জিমে কাটাতে অভ্যস্ত তিনি। লকডাউনের ফলে জিম বন্ধ ছিল। ফলে সাইকেল নিয়ে বেরিয়ে শরীরচর্চা করছিলেন অভিনেতা। সে অভ্যেস এখনও বজায় রয়েছে। পাশাপাশি জিমেও যাচ্ছেন। দিন কয়েক আগেই গোয়া থেকে ঘুরে এলেন তিনি এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী দেবলীনা কুমার। সাময়িক বিরতিতে কি ফের বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? গৌরব বললেন, “আমি ফ্রি হলেও দেবলীনা ফ্রি নেই। তাই এখনই কোথাও যাচ্ছি না।”

আরও পড়ুন, পালিত হচ্ছে ওনাম উৎসব, ভার্চুয়ালি কোন তারকারা শুভেচ্ছা জানালেন?

Next Article