পালিত হচ্ছে ওনাম উৎসব, ভার্চুয়ালি কোন তারকারা শুভেচ্ছা জানালেন?
Happy Onam 2021: দক্ষিণের বিভিন্ন তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের পৌঁছে দিলেন শুভেচ্ছা বার্তা।
ওনাম। মলয়লী উৎসব। শনিবার পালিত হচ্ছে দিনভর। কেরালার সবচেয়ে বড় এই উৎসবের মধ্যে দিয়েই নতুন বছরের সূচনা বলে ধরা হয়। একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময়ও চলছে। দক্ষিণের বিভিন্ন তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের পৌঁছে দিলেন শুভেচ্ছা বার্তা।
দক্ষিণী তারকা মোহনলাল এই মুহূর্তে হায়দরাবাদে ‘ব্রো ড্যাডি’র শুটিংয়ে ব্যস্ত। ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কিছুদিন আগে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন দক্ষিণের আরও এক তারকা মহেশ বাবু। এই বিশেষ দিনে সকলের জন্য শান্তি এবং আনন্দের কামনা করেছেন তিনি। এই বিশেষ দিনের শুভেচ্ছা সকলের সঙ্গে ভার্চুয়ালি ভাগ করে নিয়েছেন আরও এক তারকা মামুট্টিও।
എല്ലാവർക്കും എൻ്റെ ഹൃദയം നിറഞ്ഞ തിരുവോണാശംസകൾ#HappyOnam pic.twitter.com/e5o1ijlgvJ
— Mohanlal (@Mohanlal) August 21, 2021
মালবিকা মোহনান বা দুলকির সলমন, অনুপমা পরমেশ্বরন, কারথির মতো সকল শিল্পী ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেছেন। যাঁরা নিজেদের ছবি শেয়ার করেছেন সকলের পরনেই ট্র্যাডিশনাল পোশাক। ছেলেরা পরেছেন সাতা কুর্তা, সাদা ধুতি। মেয়েরা কেউ শাড়ি, কেউ বা লেহেঙ্গা।
Happy Onam! Wishing you all an abundance of happiness, peace and togetherness this day and always. Stay safe ?
— Mahesh Babu (@urstrulyMahesh) August 21, 2021
কেরালারা সবচেয়ে বড় এবং সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এক উৎসব। এই উৎসব সার্বজনীন ও ধর্ম নিরপেক্ষ। প্রতিবছর অগস্ট-সেপ্টেম্বর মাসে দশ দিনব্যাপী চলে এই ওনাম উৎসব। এই দশ দিন নানা আচার ও আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। তবে উৎসবের প্রথম ও শেষ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
എല്ലാവർക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ ?#HappyOnam pic.twitter.com/7URg9spOxM
— Mammootty (@mammukka) August 21, 2021
ওনামের দশদিন আগে হল ‘আত্তম’ নক্ষত্র। সকালে স্থানীয় মন্দিরে দেবতার কাছে প্রসাদ নিবেদন করে ওনাম উৎসবের আয়োজন শুরু হয়। সে দিন প্রত্যেক বাড়ির উঠোনে নানা বর্ণের ফুলের এক বৃত্ত এঁকে ওনাম উৎসবের সূচনা হয়। এই আল্পনাকে বলা হয় পোক্কালম। প্রতিদিন এই বৃত্তের সংখ্যা বাড়ে একটি করে। অর্থাৎ, ওনাম দিনের সকালে বৃত্তের সংখ্যা দাঁড়ায় দশটি।
View this post on Instagram
ওনামে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। কেরালা হল নদীনালা ও হ্রদের দেশ। সমুদ্রের সমান্তরালে যে লবণ হ্রদমালা রয়েছে, যাকে ব্যাক ওয়াটার বলা হয়ে তাকে, সেইসব এলাকা এই নৌকা বাইচের আদর্শ স্থান। উৎসবের পঞ্চম দিন সারা রাজ্য জুড়ে আয়োজিত হয়ে থাকে নৌকা বাইচ। এই প্রতিযোগিতায় চল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত নৌকা থাকে, যা দেখার জন্য হ্রদ বা নদীর ধারে লোকেরা ভিড় করে নিজ নিজ গ্রামের দলকে উৎসাহ দেন।
View this post on Instagram
পৌরাণিক কাহিনি অনুযায়ী, উৎসবের শেষ চারদিন রাজা মহাবলী রাজ্য ভ্রমণে বের হয়ে প্রজাদের আশীর্বাদ করেন। তাই উৎসবের শেষ দিনগুলো শুভদিন হিসেবে মনে করা হয়।
HAPPY ONAM!!! Onaashamsakal to all the brothers and sisters!
— Actor Karthi (@Karthi_Offl) August 21, 2021
ওনাম উৎসবের শেষ দিন হল থিরুভুনাম। সকালে স্নান সেরে নতুন কাপড় পরে ঘরবাড়িতে নতুন করে আলপনা দেওয়া হয়। সরকারিভাবে সারা রাজ্যে আলোকসজ্জা ও আতশবাজির ব্যবস্থা করা হয়। শহরজুড়ে বের হয় বর্ণিল শোভাযাত্রা। এসব শোভাযাত্রায় থাকে কেরালার ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য।
আরও পড়ুন, প্রীতির জন্মদিনে কী ভাবে সারপ্রাইজের ব্যবস্থা করলেন রাহুল?
আরও পড়ুন, জেহর ছ’মাসের জন্মদিন, মালদ্বীপে সেলিব্রেট করলেন করিনা