প্রীতির জন্মদিনে কী ভাবে সারপ্রাইজের ব্যবস্থা করলেন রাহুল?

Prity Biswas's birthday: প্রীতি সারপ্রাইজ পেতে ভালবাসেন। আর তা ভালভাবেই জানেন তাঁর স্বামী তথা অভিনেতা রাহুল মজুমদার।

| Edited By: | Updated on: Aug 21, 2021 | 4:57 PM
জন্মদিন সকলের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাসও। সদ্য পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন তিনি।

জন্মদিন সকলের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাসও। সদ্য পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন তিনি।

1 / 7
প্রীতি সারপ্রাইজ পেতে ভালবাসেন। আর তা ভালভাবেই জানেন তাঁর স্বামী তথা অভিনেতা রাহুল মজুমদার। স্ত্রীর জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন তিনি?

প্রীতি সারপ্রাইজ পেতে ভালবাসেন। আর তা ভালভাবেই জানেন তাঁর স্বামী তথা অভিনেতা রাহুল মজুমদার। স্ত্রীর জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন তিনি?

2 / 7
জন্মদিনের দিন শুটিং করেছেন প্রীতি। তাঁর অনুপস্থিতির সুযোগে গোটা বাড়িটা সুন্দর করে সাজিয়েছিলেন রাহুল। কেক, বেলুন দিয়ে প্রীতির অভ্যর্থনার ব্যবস্থা করেন।

জন্মদিনের দিন শুটিং করেছেন প্রীতি। তাঁর অনুপস্থিতির সুযোগে গোটা বাড়িটা সুন্দর করে সাজিয়েছিলেন রাহুল। কেক, বেলুন দিয়ে প্রীতির অভ্যর্থনার ব্যবস্থা করেন।

3 / 7
শুটিং থেকে ফিরে এত সুন্দর সাজানো দেখে রীতিমতো অবাক হয়ে যান প্রীতি। কেক কেটে প্রিয়জনদের সঙ্গে নিয়ে সেলিব্রেট করেন তিনি।

শুটিং থেকে ফিরে এত সুন্দর সাজানো দেখে রীতিমতো অবাক হয়ে যান প্রীতি। কেক কেটে প্রিয়জনদের সঙ্গে নিয়ে সেলিব্রেট করেন তিনি।

4 / 7
গোটা বিষয়টা সোশ্যাল ওয়ালে ছবি এবং ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন রাহুল। একই দিনে প্রীতির এক দাদারও জন্মদিন ছিল। সে কারণেই কেক কাটার সময় উপস্থিত ছিলেন দুজনেই।

গোটা বিষয়টা সোশ্যাল ওয়ালে ছবি এবং ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন রাহুল। একই দিনে প্রীতির এক দাদারও জন্মদিন ছিল। সে কারণেই কেক কাটার সময় উপস্থিত ছিলেন দুজনেই।

5 / 7
এই মুহূর্তে 'ধুলোকণা' ধারাবাহিকে প্রীতির অভিনয় পছন্দ করছেন দর্শক। এ ছাড়াও 'শ্রীময়ী' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

এই মুহূর্তে 'ধুলোকণা' ধারাবাহিকে প্রীতির অভিনয় পছন্দ করছেন দর্শক। এ ছাড়াও 'শ্রীময়ী' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

6 / 7
অন্যদিকে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে শেষবার রাহুলের অভিনয় দেখেছেন দর্শক। আপাতত তিনি নতুন কাজের অপেক্ষায়।

অন্যদিকে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে শেষবার রাহুলের অভিনয় দেখেছেন দর্শক। আপাতত তিনি নতুন কাজের অপেক্ষায়।

7 / 7
Follow Us: