Gourab Roy Chowdhury: অসুস্থ গৌরবের মন ভাল রাখতে হাসপাতালেই জন্মদিন পালন চিকিৎসক-নার্সদের

হাতে স্যালাইনের চ্যানেল, তা নিয়েই রেড ভেলভেটে ছুরি বসালেন গৌরব। হল জন্মদিন পালন। আর জন্মদিন পালনের পর দিন অর্থাৎ আজ শনিবার বায়োপসি হচ্ছে তাঁর। রিপোর্ট আসবে সম্ভবত আগামিকাল।

Gourab Roy Chowdhury: অসুস্থ গৌরবের মন ভাল রাখতে হাসপাতালেই জন্মদিন পালন চিকিৎসক-নার্সদের
চলছে জন্মদিন পালন। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 3:11 PM

তিনি চাননি। একদিকে করোনার হাহাকার, অন্যদিকে নিজের শরীরও ভাল না। হাসপাতালের একলা বিছানায় নিরিবিলিতেই এ বারের জন্মদিনটা কাটাতে চেয়েছিলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। কিন্তু চাইলেই বা হল কই? মনের মেঘ কাটাতে গৌরবের জন্মদিন পালন হল হাসপাতালেই, সঙ্গী হাসপাতালের চিকিৎসক-নার্সরা। টিভিনাইন বাংলার কাছে সেই ছবি এক্সক্লুস্লিভলি এসে পৌঁছল।

শুক্রবার ছিল তাঁর জন্মদিন। হাতে স্যালাইনের চ্যানেল, তা নিয়েই রেড ভেলভেটে ছুরি বসালেন গৌরব। হল জন্মদিন পালন। আর জন্মদিন পালনের পর দিন অর্থাৎ আজ শনিবার বায়োপসি হচ্ছে তাঁর। রিপোর্ট আসবে সম্ভবত আগামিকাল। গত বুধবার আচমকাই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় ‘ওগো নিরুপমা’র মুখ্য অভিনেতাকে। কিছুদিন আগে কপালে একটি ফোঁড়া হয়েছিল গৌরবের। সেটা থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত।

আরও পড়ুন- ঘোষণার পরেও এক রাতের মধ্যে নায়িকা-বদল! স্বস্তিকা নয়, সৌরভের বিপরীতে দর্শনা

জানা গিয়েছে, প্রতিদিনের মতো গত মঙ্গলবারও শুটিংয়ে গিয়েছিলেন গৌরব। ‘ওগো নিরুপমা’র সেটে শুটিং চলাকালীন ফোঁড়ার যন্ত্রণা তীব্র হয়ে ওঠে। তাড়াতাড়ি বাড়ি চলে যান। পরদিন ঘুম থেকে উঠে দেখেন ফুলে গিয়েছে জায়গাটা। এতটাই ফুলেছে, যে বাঁ-দিকের চোখও খুলতে পারছেন না। এমনকী কথাও বলতে পারছেন না গৌরব। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

হাসপাতালে গৌরব – নিজস্ব চিত্র।

এর আগে গৌরবের কনুইয়ে একটি বোন টিউমারও ধরা পড়েছিল। অনেকদিন ধরেই ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। প্রথমে চিকিৎসক ভেবেছিলেন, জিম করতে গিয়ে ব্যথা পেয়েছেন। তারপর দেখা যায় টিউমার। সেই টিউমারকে বায়েপসি করে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আপাতত বায়োপসি রিপোর্টের দিকেই তাকিয়ে তাঁর অনুরাগীরা…।