AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TRP: সাংঘাতিক কাণ্ড! প্রথম তিনেও জায়গা পেল না ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’ কততে? 

TRP: টিআরপি তালিকা যে কতই রঙ্গে ভরা, সেই প্রমাণই যেন পেল এই সপ্তাহ। যে ধারাবাহিক গত দুই সপ্তাহ ধরে ছিল একে তাই নাকি এবার প্রথম তিনেও নেই।

TRP: সাংঘাতিক কাণ্ড! প্রথম তিনেও জায়গা পেল না 'জগদ্ধাত্রী', 'অনুরাগের ছোঁয়া' কততে? 
প্রথম তিনেও জায়গা পেল না 'জগদ্ধাত্রী', 'অনুরাগের ছোঁয়া' কততে জানেন?
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 6:36 PM
Share

টিআরপি তালিকা যে কতই রঙ্গে ভরা, সেই প্রমাণই যেন পেল এই সপ্তাহ। যে ধারাবাহিক গত দুই সপ্তাহ ধরে ছিল একে তাই নাকি এবার প্রথম তিনেও নেই। এক থেকে সোজা চার নম্বরে পৌঁছে গেল ‘জগদ্ধাত্রী’। ওদিকে ‘অনুরাগের ছোঁয়া’ কত নম্বরে? কোন ধারাবাহিকের বাড়বাড়ন্তে পিছিয়ে গেল জ্যাস? পুরনো রেকর্ড উস্কে দিয়ে এই সপ্তাহে প্রথম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সে পেয়েছে ৮.৮। গত বারের থেকে এক লাফে অনেকটা নম্বর বেড়েছে তার। গত সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছিল ৭.৬। অন্যদিকে এযাবৎ তৃতীয় স্থানে থাকা ‘ফুলকি’ এই সপ্তাহে পৌঁছে গিয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে ‘নিল ফুলের মধু’। অন্যদিকে প্রথম স্থান থেকে সোজা চার নম্বরে নেমে এসেছে ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.৯। এই সপ্তাহে তা ৮-এ দাঁড়ালেও জায়গা পিছিয়ে গিয়েছে ওই ধারাবাহিকের। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙা বউ’। ষষ্ঠ স্থানে রয়েছে তিন-তিনটে ধারাবাহিক। সেগুলি হল ‘কার কাছে কই মনের কথা’, ‘সন্ধ্যাতারা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। সপ্তম স্থানে রয়েছে ‘খেলনাবাড়ি’। অন্যদিকে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘লভ বিয়ে আজকাল’, ‘তুঁতে’ ও ‘বাংলা মিডিয়াম’।

টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাখা কাল সে ফকির। আজ যে প্রথম স্থানে কালই সেই ধারাবাহিক পিছিয়ে যায়নি তা কেই বা বলতে পারে? আগামী সপ্তাহে কী হবে? ‘জগদ্ধাত্রী’ নাকি ‘অনুরাগের ছোঁয়া’–এগিয়ে থাকবে কে? প্রশ্ন সেটাই।