Hiten-Gouri: আট বছর পর পর্দায় হিতেন-গৌরী রোম্যান্স, খবর পেতেই নস্ট্যালজিক ভক্তরা
Teli Jodi: অবশেষে মিলল খবর 'পাশমিনা' বলে একটি নতুন ধারাবাহিক আসছে যেখানে হিতেন ও গৌরীকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এই ছবির শুটিং মুম্বই ও কাশ্মীর মিলিয়েই হবে। হিতেনের চরিত্র সম্পর্কে কিছুটা জানা গেলেও গৌরীর চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি।
হিতেন তেজওয়ানি ও গৌরী এই নাম দুটো শুনলেই হিন্দি টেলি দুনিয়ার দর্শকেরা বেশ নস্ট্যালজিক হয়ে পড়েন। ‘কিউ কি শাঁস ভি কাভি বহু থি’ দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের কথা মনে পড়ে? সেখানে সকলের নজর কেড়েছিলেন হিতেন ও গৌরী। একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা শুটিং সেটেই। তারপর বিয়ে দুই সন্তান। আজ ১৭ বছর হল তাঁরা বিবাহিত। তাঁদের রয়েছে এক ছেলে নিভান, ও একটি মেয়ে। আট বছর আগে এই জুটিকে শেষবার দেখা গিয়েছিল ‘মেরি আশিকি তুম সেহি’ ধারাবাহিকে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁদের। তব গত আট বছর দশকের অপেক্ষায় থাকলেও তাঁরা ফেরেননি ছোটপর্দায়।
অবশেষে মিলল খবর ‘পাশমিনা’ বলে একটি নতুন ধারাবাহিক আসছে যেখানে হিতেন ও গৌরীকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এই ছবির শুটিং মুম্বই ও কাশ্মীর মিলিয়েই হবে। হিতেনের চরিত্র সম্পর্কে কিছুটা জানা গেলেও গৌরীর চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি। এই গল্পে লিটনহিতেন জানতে পারবেন, তার এক মেয়ে রয়েছে কাশ্মীরে। তাঁকে খুঁজতে গিয়েই এক রোম্যান্টিক মুহূর্ত তৈরি হবে ভূস্বর্গে।
এই জুটি বারবার দর্শকদের রোম্যান্সের এক অন্য স্বাদ উপহার দিয়ে এসেছেন। তাই এই জুটি পর্দায় ফিরছেন শোনা মাত্রই দর্শকদের আরও একবার মনের ইচ্ছেপূরণ। আবারও এক মিষ্টি প্রেমের গল্প আসতে চলেছে পর্দায়। বর্তমানে মুম্বই নগরীর বেশ কয়েকটি ধারাবাহিক কাশ্মীরকে বেছে নিচ্ছে শুটিংয়ের জন্য। সম্প্রতি লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী হিন্দি ধারাবাহিকের শুটিংও বর্তমানে চলছে কাশ্মীরে। এবার শোনা যাচ্ছে হিতেন ও গৌরীর এই ধারাবাহিকের বেশ কিছুটা অংশ কাশ্মীরের শুটিং করা হবে। যদিও এখানে কাশ্মীরকে রোম্যান্সের ফ্রেমেই তুলে ধরা হবে বলে খবর।