Anil Kapoor: ৩৭ বছরের দাম্পত্য ভুলে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সম্পর্কে জড়ালেন অনিল কাপুর?
তিন সন্তান নিয়েই সুখের সংসার তাঁদের। সেই সংসারেই কি এবার অশান্তি? নেপথ্যে কঙ্গনা রানাওয়াত? সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হতেই গসিপের সূত্রপাত।
বলিউডে হ্যাপি কাপল হিসেবেই পরিচিত অনিল কাপুর ও তাঁর স্ত্রী সুনীতা কাপুর। তিন সন্তান নিয়েই সুখের সংসার তাঁদের। সেই সংসারেই কি এবার অশান্তি? নেপথ্যে কঙ্গনা রানাওয়াত? সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হতেই গসিপের সূত্রপাত।
নেটিজেনদের জানিয়ে রাখা ভাল, একেবারেই এমনটা নয়। কঙ্গনা রানাওয়াত বা অনিল কাপুরের কোনও অবৈধ সম্পর্ক শুরু হয়নি। তাঁর ও অনীতার বিচ্ছেদেরও খবর নেই আপাতত। তাহলে কী রয়েছে ওই ভাইরাল ভিডিয়োতে যা দেখে এমনটা মনে হয়েছে নেটিজেনদের একটা বড় অংশের। ভিডিয়োটি বেশ পুরনো। করণ জোহরের টক শো কফি উইদ করণে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কঙ্গনা। সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত ও অনিল কাপুর। এক ছবির প্রচারেই আগমন হয়েছিল তাঁদের।
সেখানেই করণ জোহর এভারগ্রীন অনিলকে এক প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জিজ্ঞাসা করেন, ইন্ডাস্ট্রিতে কার জন্য অনিল তাঁর স্ত্রীকেও ছাড়তে পারেন? সে সময়েই খানিক মজার ছলে কঙ্গনার দিকেই ইঙ্গিত করেন অনিল। কঙ্গনাও লজ্জায় রাঙা হয়ে যান কিছু মুহূর্তের জন্য। বহু বছর পর সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ও একই সঙ্গে শুরু হয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা। তবে সে সব শুধু উড়ো গসিপ। বাস্তবে কাপুর পরিবারের এমনটা মোটেও হচ্ছে না।
১৯৮৪ সালে বিয়ে হয় অনীল ও সুনীতার। তাঁদের প্রেমকাহিনী ঠিক যেন বলিউডের চিত্রনাট্য। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়নি প্রেম। ফিকে হয়নি অন্তরের টান। তাই টেলিভিশনের পর্দায় তিনি যাই বলুন না কেন, ৩৭ বছরের দাম্পত্যে এখনও সুনীতা ছাড়া অনিলের জীবন অচল, বলছে ওই জুটির ঘনিষ্ঠরাই।
3 grown men bullying a young self made actress #Kangana so brazenly trying to insinuate things. How embarassed are you after this @AnilKapoor @duttsanjay ? But the girl comes back and nails it! pic.twitter.com/tMIiQBEqiR
— Maya (@Sharanyashettyy) July 18, 2020