‘ডান্স বাংলা ডান্স’-এর বিহাইন্ড দ্য সিনের ভিডিয়ো শেয়ার করলেন জিৎ

Dance Bangla Dance: ভিডিয়োতে দেখা যাচ্ছে মঞ্চে আরও এক বিচারক তথা অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে পারফর্ম করছেন জিৎ। কখনও বা তাঁর সঙ্গী সঞ্চালক তথা অভিনেতা অঙ্কুশ।

‘ডান্স বাংলা ডান্স’-এর বিহাইন্ড দ্য সিনের ভিডিয়ো শেয়ার করলেন জিৎ
জিৎ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 26, 2021 | 4:28 PM

‘উত্তেজনা যেমন থাকছে, তেমনই থাকছে পাগলামোও’। আর এ সব দিয়েই নাকি সাজানো হয়েছে সপ্তাহ শেষের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর এপিসোড। সোশ্যাল মিডিয়ায় বিহাইন্ড দ্য সিন-এর ভিডিয়ো শেয়ার করে তেমনই বার্তা দিলেন এই শোয়ের অন্যতম বিচারক তথা অভিনেতা জিৎ।

ভিডিয়োতে দেখা যাচ্ছে মঞ্চে আরও এক বিচারক তথা অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে পারফর্ম করছেন জিৎ। কখনও বা তাঁর সঙ্গী সঞ্চালক তথা অভিনেতা অঙ্কুশ। তিনজনেই ভাল নাচেন। এই মঞ্চে কখনও স্পেশ্যাল পারফরম্যান্স করতেও দেখা যাচ্ছে তাঁদের। আর সেরা পারফরম্যান্সই করছেন শিল্পীরা।

এর আগে বাংলা ‘বিগ বস’-এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। সেই শো নিয়ে বিভিন্ন মহলে প্রচুর সমালোচনা হয়েছিল। হিন্দি ‘বিগ বস’-এর আদলে তৈরি বাংলা শোতে জিৎ ঘরের বাইরে থেকেও সমান ভাবে যেন অংশগ্রহণ করেছিলেন। তখন নিয়মিত টেলিভিশনে দেখা যেত তাঁকে। ‘ডান্স বাংলা ডান্স’-এর হাত ধরে ফের অনেকদিন পরে টেলিভিশনে ফিরেছেন তিনি।

জিৎ, শুভশ্রী ছাড়াও গোবিন্দা রয়েছেন বিচারকের দায়িত্বে। অন্যদিকে অঙ্কুশের সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায়ও সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। শোয়ের ফর্ম্যাট অনেকটাই আলাদা। দেবলীনা কুমার, ওম সাহানি, রিমঝিম মিত্র এবং সৌমিলি ঘোষের মতো মেন্টর রয়েছেন। নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার জন্যই তৈরি হয়েছে এই মঞ্চ। গুরুদের তত্ত্বাবধানে প্রতিযোগীরা নতুন কিছু শিখতে পারবেন।

আরও পড়ুন, Koushani Mukherjee: হেয়ার ড্রেসারদের বিক্ষোভে কৌশানির শুটিং স্থগিত