কয়েক মাস আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন কমেডিয়ান কপিল শর্মা। কিন্তু এতদিন ছেলের ছবি প্রকাশ করেননি। আজ রবিবার ফাদার্স ডে উপলক্ষে ছেলে তৃষাণ এবং মেয়ে আনায়রার ছবি একত্রে প্রকাশ করলেন কপিল।
কপিল লিখেছেন, ‘দর্শকের চাহিদায় আনায়রা এবং তৃষাণ প্রথমবার একসঙ্গে। হ্যাপি ফাদার্স ডে।’ ২০১৮-র ডিসেম্বরে জলন্ধরে বিয়ে করেছিলেন কলেজ জীবনের দুই বন্ধু কপিল এবং গিন্নি। ২০১৯-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আনায়রার।
জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা’ চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বন্ধ হয়ে গিয়েছিল। জনপ্রিয় শো বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে বিভিন্ন জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। কপিল নিজে অবশ্য পারিবারিক কারণের কথাই বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, স্ত্রী এবং দুই সন্তানকে সময় দেওয়া তাঁর প্রায়োরিটি। তিনি সে দায়িত্ব পালন করেছেন। তবে ফের পেশাদারি দায়িত্ব সামলাতে কাজে ফিরছেন বলে খবর। শোনা যাচ্ছে, ফের নাকি শুরু হতে চলেছে ‘দ্য কপিল শর্মা’ শো। দর্শকের জন্য সুখবর তো বটেই!
আরও পড়ুন, এষার বলিউডে কাজ নিয়ে আপত্তি ছিল ধর্মেন্দ্রর, প্রকাশ করলেন হেমা