সকলকে হাসান কপিল শর্মা, কার কথা শুনে তিনি হাসলেন?

Kapil Sharma: নতুন করে শুরু হতে চলেছে ‘দ্য কপিল শর্মা শো’। আগামী ২১ অগস্ট থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

সকলকে হাসান কপিল শর্মা, কার কথা শুনে তিনি হাসলেন?
কপিল শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 9:24 AM

কপিল শর্মা। কমেডিয়ান হিসেবে দারুণ জনপ্রিয়। এ হেন কপিলকেও তো কেউ হাসাতে পারেন। তিনি কে? যাঁরা সঙ্গ পেয়ে অনেক দিন পরে অনেকটা হাসলেন, তাঁর কথা প্রকাশ্যে শেয়ার করেছেন কপিল স্বয়ং।

নতুন করে শুরু হতে চলেছে ‘দ্য কপিল শর্মা শো’। আগামী ২১ অগস্ট থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে। তারই প্রথম এপিসোডের ঝলক সদ্য সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন কপিল। সেখানে হাজির ‘ভুজ’ ছবির কলাকুশলীরা। অজয় দেবগণ, অ্যামি ভিরক, নোরা ফতেহি, শরদ কেলকারের উপস্থিতিতে নাকি কপিল এত হেসেছেন, অনেক দিন পরে ফিরে এসেছে এ হেন আনন্দের মুহূর্ত। আসলে গত কয়েকমাস শো বন্ধ থাকায় কারও সঙ্গে দেখা হয়নি কপিলের। ফলে ফিরে আসেনি শুটিংয়ের আনন্দের মুহূর্ত।

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)

কপিলের উপস্থিতিতে নাকি প্রচুর হেসেছেন অজয়ও। তিনি লিখেছেন, ‘কপিল অসাধারণ একটা দিন। আমি তো মনে করতে পারছি না, শেষ কবে এমন হেসেছি। তোমাকে আর তোমার সকল সহকর্মীকে অভিনন্দন। নতুন সিজন খুব ভাল করে করবে তোমরা। আমি অপেক্ষায় থাকব।’ ‘পুরনো মুখদের নিয়ে নতুন যাত্রা’, লিখে সোশ্যাল মিডিয়ায় ‘দ্য কপিল শর্মা শো’-এর কনফারমেশন দেন কপিল স্বয়ং। ইনস্টাগ্রামে কৃষ্ণা অভিষেক, ভারতী সিং, কিকু সারদা, চন্দন প্রভাকরকে নিয়ে একটি ছবি পোস্ট করেন কপিল। খুব তাড়াতাড়ি যে দর্শকের দরবারে ফের এই শো আসছে, তা নিশ্চিত করেন তিনি।

কয়েক মাস আগে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে দাবি করেছিলেন কপিল। কপিল এবং গিন্নি বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনয়রার জন্ম হয়। কিছুদিন আগেই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। সে কারণেই নাকি কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন কপিল। ফের ফিরছেন কাজে।

আরও পড়ুন, ‘নিশান্ত একবার সীমা লঙ্ঘন করেছিল’, পুরনো বিতর্কের জের টানলেন শমিতা