Bigg Boss: ‘বিগ বস’ থেকে সরছেন সলমন? ‘উইকএণ্ড’ এপিসোডে এবার কার মুখ…
Bigg Boss: বহু বছর ধরে এই রিয়্যালিটি শোয়ে অংশ হয়ে উঠেছেন তিনি। একাধিকবার শরীর কিংবা কাজের চাপের কথা জানিয়ে ছাড়তে চেয়েছেন শো। কিন্তু চ্যানেল কোনও মতে তা করতে চায়নি। বরং পরতে-পরতে বেড়ে গিয়েছে সলমন খানের আয়।
সলমন খান, বলিউডের অন্যতম সুপারস্টার। যদিও তিনি নিজেকে এখন সুপারস্টার বলে মেনে নিতে পারছেন না। তাঁর কথায়, তিনি মোটেও সুপারস্টার নন। তবে বলিউডে তাঁর ছবি মানে আজও দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় সলমন খানের ছবির গানও। কিন্তু সম্প্রতিতে যেভাবে বক্স অফিসে ঝড় উঠেছে, সেই তুলনায় সলমন খানের ছবি জায়গাই করতে পারছে না। যদিও তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ভাইজানের। তিনি এখন ব্যস্ত তাঁর রিয়্যালিটি শো বিগ বস নিয়ে। বহু বছর ধরে এই রিয়্যালিটি শোয়ে অংশ হয়ে উঠেছেন তিনি। একাধিকবার শরীর কিংবা কাজের চাপের কথা জানিয়ে ছাড়তে চেয়েছেন শো। কিন্তু চ্যানেল কোনও মতে তা করতে চায়নি। বরং পরতে-পরতে বেড়ে গিয়েছে সলমন খানের আয়।
মোটা পারিশ্রমিক ছেড়ে বেরতে চাননি সলমন খান। এই শো এক কথায় যেন তাঁরই। তবে এবার এমন কী হল? সত্যি কি বিগ বস ছাড়ছেন তিনি? না, এমনটা নয়। সামনের পর্বে অর্থাৎ আগামী উইকএণ্ড কা বীর এপিসোডে উপস্থিত থাকছেন করণ জোহর। এদিন সলমন খান থাকছেন না বিগ বস-এর মঞ্চে। করণ জোহর বিগ বস ওটিটি শোয়ের সঞ্চালনা করেছেন। তবে সেখান থেকেও সরতে হয়েছিল তাঁকে। কারণ সকলেই নাকি চেয়েছিলেন সলমন খানকেই।
প্রসঙ্গত, বিগ বসের নিয়ম অনুসারে যে সব প্রতিযোগী অংশ নিচ্ছেন বিগবস হাউজে প্রবেশের আগে তাঁদের বাইরের পৃথিবীর সঙ্গে যাবতীয় যোগ ছিন্ন করতে হয়। ফোন জমা দিয়ে আসতে হয়। ঘরের ভিতর না থাকে সোশ্যাল মিডিয়া, না থাকে প্রিয়জনদের গলার স্বর শোনার সুযোগ। আর তাতেই সমস্যার কথা জানিয়েছিলেন করণ। তাঁর কথায়, “ছয় সপ্তাহ ধরে একটি বাড়ির মধ্যে! ফোন ছাড়া! আমি আমার ফোন ছাড়া এক ঘণ্টাও থাকতে পারি না। শুধু মনে হয় ওই এক ঘণ্টায় কত কিছু মিস করে গেলাম আমি। ওহ মাই গড…।” ফলে তাঁর চোখে লড়াই বড়ই কঠিন।