স্বামীকে ফোন করেছেন বেশ কয়েক বার, ওপার থেকে ভেসে আসেনি ‘হ্যালো’। বাড়ি ফিরতেই ঝগড়া! এ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে আপনাকে? তবে শুধু আপনি কেন, জয়া বচ্চনও এ রকম অবস্থার মুখোমুখি হয়েছেন বেশ কয়েক বার। অভিযোগ তাঁর। স্বামী অমিতাভকে ফোন করলে তিনি নাকি প্রায়শই ফোনই ধরেন না! সেলিব্রিটি সংসারেও সাংসারিক ‘গন্ডগোল’।
অমিতাভের শো কউন বনেগা ক্রোড়পতি ১০০০ এপিসোড উদযাপনে সম্প্রতি বিগ-বি’র সঙ্গী হয়েছিলেন মেয়ে শ্বেতা ও নাতনি নব্যা। হটসিটে নজর কেড়েছিলেন বিগ-বি’র ঘরের লোকই। সেখানেই বিগ-বি একের পর এক ‘কীর্তি’ ফাঁস করতে থাকেন তাঁর আপনজনেরাই। শো থেকেই ভিডিয়ো কল গিয়েছিল জয়ার কাছে। রাখঢাক না করেই জয়া বলেন, “আপনি ওঁকে ফোন করুন। তোলেই না। কখনও ফোন তোলে না”। শোনা মাত্রই দর্শকমহলে হাসির রোল। অপ্রস্তুতে বিগ-বি। ব্যাপার সামাল দেওয়ার জন্য তিনি বলেন, “কখনও কখনও ঠিকঠাক ইন্টারনেট থাকে না তো”। তবে বিগ-বি’র এই অজুহাতে বিশেষ পাত্তা না দিয়ে মেয়ে শ্বেতা মায়ের সুরেই কার্যত গলা মিলিয়ে বলেন, “সোশ্যাল মিডিয়ায় যখন ছবি দাও, টুইট করো তখন তাহলে কী করে নেটওয়ার্ক থাকে?” শাহেনশাহ আর যান কোথায়?
এখানেই কিন্তু শেষ নয়। তাঁকে রীতিমতো চেপে ধরেন নাতনিও। নব্যা অমিতাভকে প্রশ্ন করেন, “আমরা যখন পার্লার থেকে আসি তুমি বলো আমাদের নাকি খুব সুন্দর লাগছে। সত্যি বল নাকি সেটাও মিথ্যে?” জয়াকে খুশি করার জন্য তৎক্ষণাৎ বিগ-বি বলে ওঠেন, “জয়া কী সুন্দর আজ লাগছে তোমায়।” জয়ারও পাল্টা উত্তর, “মিথ্যে কথা বললে তোমায় কিন্ত একদম ভাল লাগে না”। বিগ-বি’র বিপাকে তখন হেসে গড়িয়ে পড়ছে মেয়ে-নাতনি। হাসি চাপতে পারেন না জয়াও।
২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে শো দেখা শুরু হয় সোনিতে। প্রযোজকও পালটে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। কিন্তু কমেনি জনপ্রিয়তা।
আরও পড়ুন-Silajit Majumder: ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত শিলাজিৎ