KBC 13: এই সিজনে প্রথম কোটিপতি, এর পর কী করতে চান দৃষ্টিহীন শিক্ষক হিমানী?

ছোট থেকে পড়াশোনায় আগ্রহী শিবানী শো-এ জানিয়েছিলেন তাঁর এই শারীরিক প্রতিবন্ধকতা কখনওই তাঁর অক্ষমতা হয়ে দাঁড়ায়নি। চলেছে পড়াশোনা।

KBC 13: এই সিজনে প্রথম কোটিপতি, এর পর কী করতে চান দৃষ্টিহীন শিক্ষক হিমানী?
হিমানী ও অমিতাভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 9:35 PM

এই সিজনে প্রথম কোটিপতি পেয়ে গিয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো কউন বনেগা ক্রোড়পতি। ইতিমধ্যেই এক কোটি টাকা হাসিল করেছেন আগ্রার শিক্ষক হিমানী বুন্দেলা। হিমানী ছোট থেকেই দৃষ্টিশক্তি হীন। ব্যক্তিগত জীবনে কেমন শিবানী? কী পরিকল্পনা তাঁর ভবিষ্যতের?

ছোট থেকে পড়াশোনায় আগ্রহী শিবানী শো-এ জানিয়েছিলেন তাঁর এই শারীরিক প্রতিবন্ধকতা কখনওই তাঁর অক্ষমতা হয়ে দাঁড়ায়নি। চলেছে পড়াশোনা। বর্তমানে কাঁধে তুলে নিয়েছেন অন্যদের পড়াবার দায়িত্বও। এ দিন রাতে ৭ কোটি টাকা জেতার জন্য লড়াই করছেন তিনি।

প্রথম বার অমিতাভের সঙ্গে দেখা। কেমন ছিল অভিজ্ঞতা? মুখ খুলেছেন হিমানী। তাঁর কথায়, “আমি একবারেই ঘাবড়াইনি। অমিতাভজি সব কিছু ভীষণ সহজ করে দিয়েছিলেন। ওঁর সামনে আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। উনি ভীষণ শান্ত একজন মানুষ, ওঁর ব্যবহার ভীষণ ভাল।” হিমানী আরও যোগ করেন, অমিতাভ বচ্চনের গলা শুনেই তাঁর এনার্জি লেভেল আরও বেশি হয়ে গিয়েছিল। এই বিপুল পরিমাণ পুরস্কার মূল্য নিয়ে কী করবেন তিনি? হিমানী জানিয়েছেন, তাঁর ইচ্ছে রয়েছে বিশেষ ভাবে সক্ষম মানুষের জন্য একটি কোচিং সেন্টার খুলবেন তিনি। সেখানে প্রস্তুতি নেওয়া হবে ইউপিএসসি’র। এ বারের কেবিসি গত বছরের থেকে অনেকটাই আলাদা। গত বছর কোভিড পরিস্থিতিতে লাইভ অডিয়েন্সের সেগমেন্টটির পরিবর্তে আনা হয়েছিল ভিডিয়ো এ ফ্রেন্ড। করোনা পরিস্থিতিতে সবটাই ভার্চুয়াল। কেবিসির ঘরেও সেই ব্যবস্থাই নেওয়া হয়েছিল। তবে এ ব্যাপারে আবারও লাইভ অডিয়েন্সের ব্যবস্থা। শুধু তাই নয়, এ বারে গেম টাইমারেরও এক নতুন নাম দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ধুক ধুকি জি’। সেটও সাজানো হয়েছে এলইডি দিয়ে। ভার্চুয়াল সিলিং আর গেমপ্লে গ্রাফিক্স তাতে যোগ করেছে অন্য মাত্রা।

গত বছর অডিয়েন্স যখন ছিলেন না লাইভে মন খারাপ হয়েছিল স্বয়ং অমিতাভেরও। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রথম বার স্টুডিয়োতে দর্শক নেই। লাইফলাইনের অপশনেরও পরিবর্তন আনতে হয়েছিল।” তবে এ বারে তিনি খুশি। আবারও সেই চেনা আমেজ আর চেনা মেজাজে শাহেনশাহ। মনের আনন্দ ব্যক্ত করে দিন কয়েক আগেই অমিতাভ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছবি। ক্যাপশনে লিখেছিলেন, “ফিরলাম… ২০০০ সাল থেকে ওই চেয়ারটায় বসছি আমি। ২১ বছর কেটে গেল। জীবনভরের অভিজ্ঞতা। শো থেকে অনেক কিছু পেয়েছি। আমার এই লুকটাও।” কেবিসি’র এই সিজনে সর্বোচ্চ পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে ৭ কোটি টাকা। সোম থেকে শুক্রবার রাত ৯টায় সোনি টিভিতে দেখা যায় কেবিসি।

সম্প্রতি ২১ বছর পূর্তি উৎযাপন করল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে শো দেখা শুরু হয় সোনিতে। প্রযোজকও পালটে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। নতুন প্রযোজক হিসেবে কাজ করতে শুরু করে বিগ সিনার্জি।