খতরো কি খিলাড়ি: এক সপ্তাহেই পাঁচজন বাদ! কে কে রয়েছেন রেড জোনে?
Khatron Ke Khiladi 11: সাম্প্রতিক গুঞ্জন, ওই রিয়ালিটি শো'তে নাকি এবার এক সপ্তাহের মধ্যেই বাদ দেওয়া হবে পাঁচ পাঁচ জন প্রতিযোগীকে। হেভিওয়েট রিয়ালিটি শো'র ইতিহাসে যা প্রথম বলাই চলে। কোন কোন প্রতিযোগীর উপর ঝুলছে খাঁড়া? কারা রয়েছেন ডেঞ্জার জোনে?
কেপটাউনের মাটিতে জমে উঠেছে রিয়ালিটি শো খতড়ো কি খিলাড়ির খেলা। বলিউডের জনপ্রিয় সেলেবরা পৌঁছে গিয়েছেন আগেই। সেখানেই একের পর এক মারাত্মক সব চ্যালেঞ্জের মুখে পড়ছেন প্রতিযোগীরা। পাল্লা দিয়ে শুরু হয়েছে এলিমিনেশন বা বাদ পড়ার পর্বও।
তবে সাম্প্রতিক গুঞ্জন, ওই রিয়ালিটি শো’তে নাকি এবার এক সপ্তাহের মধ্যেই বাদ দেওয়া হবে পাঁচ পাঁচ জন প্রতিযোগীকে। হেভিওয়েট রিয়ালিটি শো’র ইতিহাসে যা প্রথম বলাই চলে। কোন কোন প্রতিযোগীর উপর ঝুলছে খাঁড়া? কারা রয়েছেন ডেঞ্জার জোনে?
View this post on Instagram
শোনা যাচ্ছে, প্রতিযোগীদের মধ্যে নাকি মহেক চাহাল, নিক্কি তাম্বোলী, আস্থা গিল, অনুষ্কা সেন এবং সৌরভ রাজ জৈনের জার্নি শেষ হতে চলেছে খুব শীঘ্রই। এর আগেই প্রথম এলিমিনেশন পর্বে বাদ পড়েছেন বিশাল আদিত্য সিং। যদিও সবটাই জল্পনা। শো’র তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে একটা শব্দও খরচ করেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন, লকডাউনে ছেলেকে কীভাবে সামলাচ্ছেন? শেয়ার করলেন প্রিয়াঙ্কা
জনপ্রিয় ওই রিয়ালিটি শো’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি। ওই পাঁচ জন ছাড়াও এ বারের সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন রাহুল বৈদ্য, অভিনব শুক্লা, দিব্যাঙ্কা ত্রিপাঠি, সানা সইদসহ অনেকেই।