দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এড়াতে শুরুতেই কেপটাউন উড়ে গিয়েছিল ‘খতড়ো কি খিলাড়ি’র গোটা টিম। সেখান থেকেই চলছিল শুটিং। অবশেষে প্রকাশ্যে এল প্রোমো।
প্রোমো প্রকাশ পেতেই তাজ্জব নেটিজেন। রোহিত শেট্টির ওই শো-যেন গতবারের থেকেও আরও বেশি উত্তেজনায় ভরপুর।
কখনও হাত থেকে বাজপাখি উড়িয়ে দিচ্ছেন রোহিত। আবার কখনও বা গাড়ির মধ্যে চিতাবাঘকে ইশারায় নেমে যেতে বলছেন। গাড়ি থেকেই উঠে পড়ছেন হেলিকপ্টারে। রোহিত ওই শো’র ঘোষকও। প্রোমো শেয়ার করে তিনি লিখেছেন, “শীঘ্রই আসছে।” নেটিজেনরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন, “এ শুধুই প্রোমো নয়, যেন রোহিতের অ্যাকশন ছবি।”
সেই ছবির হিরো অনেক। হিরোয়িনের সংখ্যাও নেহাত কম নয়। এ বারের সিজনে যে সব প্রতিযোগী অংশ নিয়েছেন তাঁরা হলেন, অভিনব শুক্লা, শ্বেতা তিওয়ারি, নিক্কি তাম্বোলী, অনুষ্কা সেন, দিব্যাঙ্কা ত্রিপাঠি, রাহুল বৈদ্য, আস্থা গিল, বিশাল আদিত্য সিং, বরুণ সুদ, অর্জুন বিজলানি, মেহেক চাওয়াল, সানা মকবুল, সৌরভ রাজ জৈন।
আরও পড়ুন-খতরো কি খিলাড়ি: এক সপ্তাহেই পাঁচজন বাদ! কে কে রয়েছেন রেড জোনে?
সাম্প্রতিক গুঞ্জন, ওই রিয়ালিটি শো’তে নাকি এবার এক সপ্তাহের মধ্যেই বাদ দেওয়া হবে পাঁচ পাঁচ জন প্রতিযোগীকে। হেভিওয়েট রিয়ালিটি শো’র ইতিহাসে যা প্রথম বলাই চলে। কোন কোন প্রতিযোগীর উপর ঝুলছে খাঁড়া? কারা রয়েছেন ডেঞ্জার জোনে? শোনা যাচ্ছে, প্রতিযোগীদের মধ্যে নাকি মহেক চাহাল, নিক্কি তাম্বোলী, আস্থা গিল, অনুষ্কা সেন এবং সৌরভ রাজ জৈনের জার্নি শেষ হতে চলেছে খুব শীঘ্রই। এর আগেই প্রথম এলিমিনেশন পর্বে বাদ পড়েছেন বিশাল আদিত্য সিং। যদিও সবটাই জল্পনা। শো’র তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে একটা শব্দও খরচ করেনি কর্তৃপক্ষ।