আজকের দিনটা অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্পেশ্যাল। কারণ আজ তাঁর মা হওয়ার জন্মদিন। ঠিক দু’বছর আগে আজকের দিনেই ঘরে এসেছিল নতুন অতিথি। কন্যা সন্তান। কিয়া। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল মেয়ে। তবে পরিস্থিতির কারণে জন্মদিনে আলাদা সেলিব্রেশন নয়। বাড়িতেই কেক কেটে পরিবারের সকলে মিলে আনন্দ করলেন।
কনীনিকা বললেন, “গতকাল সকালে দাদুর বাড়িতে নিয়ে গিয়েছিলাম কিয়াকে। আর আজ বাড়িতে কেক কাটা হল। আমরা নিজেরাই বাড়ি সাজিয়েছি। শুধুমাত্র বাড়ির লোকজন ছিলেন। বার্থডে একটা বিশাল জিনিস ও জানে। কতটা বোঝে জানি না, কিন্তু প্রিন্সেস ভালবাসে। পুতুল, রূপকথার ব্যাপারগুলো ভালবাসে। তেমনই কেক তৈরি করানো হয়েছিল। ও পুতুল ভালবাসে বলে সকলে ওকে জন্মদিনের উপহারে পুতুল দিয়েছে। কেক কাটার সময় পুতুল গুলোই পাশে বসিয়ে দিয়েছিলাম। অন্য বাচ্চারা কেমন হয়, সেটা তো প্যানডেমিকের কারণে এই জেনারেশন এখনও জানলই না। তাই পুতুলই সব।”
লকডাউনে অনলাইন ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত কনীনিকা। ভার্চুয়াল সামার ক্যাম্পের আয়োজন করেছিলেন। যা চলবে আগামিকাল পর্যন্ত। পরের মাস থেকে নাচ হোক বা অভিনয় আলাদা ওয়ার্কশপ না করে প্রতি মাসে ক্লাস করানোর কথা ভেবেছন বলে জানালেন।
কনীনিকার কথায়, “মান্থলি ক্লাস করাবো ভেবেছি। পকেট ফ্রেন্ডলি সেটা। ওয়ার্কশপ হলে একটু বেশি খরচ হয়। ত্রিপুরা, আসাম, বর্ধমান, উত্তরবঙ্গ, মেদিনীপুরের প্রচুর ছাত্রছাত্রী রয়েছে আমার, যারা কলকাতায় এসে এখন ক্লাস করার কথা ভাবতেও পারবে না। ওরা ভিডিয়ো পাঠায়, সেগুলো শেয়ার করি। নিজেও ব্যস্ত থাকছি, বাচ্চারাও শিখতে চাইছে। আমার ভালই লাগছে।”
আরও পড়ুন, রাফিয়াত রশিদ মিথিলা এ বার অন্য মা, সৌজন্যে ‘অন্তর্জলি যাত্রা’