Mithai: আজই শেষ শুট, ‘মিঠাই’ সেটে শেষ বারের মতো হাজির সকলে
Bengali Serial: ভক্তদের মনে একটাই আবেদন ছিল প্রথম থেকে, মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালবাসার চরিত্রগুলিকে আরও কিছুদিন পর্দায় দেখতে চান তাঁরা।
মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা এক কথায় যে পরিমাণে তুঙ্গে পৌঁছিয়েছে, সে ক্ষেত্রে এই ধারাবাহিক যে শেষ হচ্ছে গত কয়েকমাস ধরেই তা মেনে নিতে পারছেন না ভক্তরা। বারবার অনুরোধ করেছিলেন এই ধারাবাহিক যেন শেষ না হয়। তবে প্রতিটা শুরুরই একটা শেষ থাকে, এক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কোনও রাস্তাই থাকে না। তাই ৩১ মে শেষ শুট হচ্ছে এই ধারাবাহিকের। প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই মুখ ফিরিয়েছিল এই ধারাবাহিক থেকে। তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি কেউই। কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনায় সকলেই একপ্রকার অবাক। চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ ২৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
কিন্তু না, ভক্তদের আবেদন রেখে ধারাবাহিকের কাজ চালিয়ে গিয়েছে চ্যালেন। তবে কিছুদিনের মধ্যে ধারাবাহিকের নায়ক আদৃত জানিয়েছিলেন শেষ হচ্ছে এই ধারাবাহিক। ২০ ডিসেম্বর ২০২০, প্রথম দিন শুট করেছিলেন আদৃত, ধারাবাহিকে সকলের প্রিয় উচ্ছে বাবু। আয়নার সামনে দাঁড়িয়ে দিয়েছিলেন সাক্ষাৎ পোজ়, প্রথম পর্দায় সিদ্ধার্থ মোদকের প্রবেশ। ৬ মে দিলেন শেষ শুট। মিঠাইয়ের সেট ছাড়ছেন তিনি। তবে সেদিন তিনি একটা বিষয় স্পষ্ট করেছিলেন, সেট বদল হচ্ছে মিঠাইয়ের, তবে শেষ হচ্ছে না ধারাবাহিক। যদিও সেই সুখও খুব বেশিদিনের জন্য স্থায়ী হয়নি।
View this post on Instagram
ভক্তদের মনে একটাই আবেদন ছিল প্রথম থেকে, মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালবাসার চরিত্রগুলিকে আরও কিছুদিন পর্দায় দেখতে চান তাঁরা। এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা। যদিও মিঠাই এপ্রিল মাসেই শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। কিন্তু ভক্তদের অনুরোধেই সিদ্ধান্ত বদল করেছিল চ্যালেন। সামনে এসেছিল নতুন প্রোমো। তবে সবটাই এখন অতীত। গত দুই দিন ধরে সৌমীতৃষা কুণ্ডু থেকে শুরু করে আদৃত, প্রত্যেকেই জানিয়ে দিয়েছিলেন তাঁরা ৩১ মে শেষ শুট করবেন। সৌমীতৃষা জানান, সব শেষেরই একটা সুন্দর শুরু থাকে। যদিও এই সংবাদ মেনে নিতে এক প্রকার কেউ-ই মেনে নিতে পারছেন না।
View this post on Instagram